ইংল্যান্ডের বিরুদ্ধে একগুচ্ছ রেকর্ড গড়লেন ঋষভ পন্থ(Rishabh Pant)। সেইসঙ্গে ভারতের বড় রানের রাস্তাটাও তৈরি হল তাঁর পথ ধরেই। এদিন ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ঋষভ পন্থ(Rishabh Pant)। সেইসঙ্গে উইকেটকিপার হিসাবে দ্বিতীয় তিনি। তাঁর এবং কেএল রাহুলের(KL Rahul) সেঞ্চুরির সৌজন্যেই অ্যাডভান্টেজে ভারত। এবার পরীক্ষা বোলারদের। শেষ দিন ভারত জয়ের থেকে আর মাত্র ১০ উইকেট দূরে দাঁড়িয়ে।
তৃতীয় দিন শুরুতেই ফিরে যান শুভমন গিল। সেই জায়গা থেকেই কেএল রাহুল এবং ঋষভ পন্থের বড় পার্টনারশিপ গড়ে তোলার কাজটা শুরু। তবে ঋষভ পন্থ এদিন শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। একের পর এক বল অবলীলায় পাঠাচ্ছিলেন বাউন্ডারির ওপারে। সঙ্গে কেএল রাহুলের যোগ্য সঙ্গত।
দুজনে মিলে করেন ১৯৫ রানের পার্টনারশিপ। কার্যত ভারতের বড় রানের রাস্তাটা তারাই তৈরি করে দিয়েছিলেন। কেএল রাহুল ফেরেন ১৩৭ রানের ইনিংস খেলে। সেখানে ১৪০ বলে ১১৮ রানের ঝোড়ো ইনিংস ঋষভ পন্থের। ভারতের ইনিংস শেষ হয় ৩৬৪ রানে। লিড ৩৭০ রানের।
জবাবে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ২১।
–
–
–
–
–
–
–
–
–
–
–