Friday, November 7, 2025

৫০-এর নীচে আটকে যাবে বিজেপি: ছাব্বিশের নির্বাচন নিয়ে বড় দাবি অভিষেকের

Date:

Share post:

আগামী বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। তার আগেই ভোটের ফল নিয়ে বড় দাবি করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর স্পষ্ট ভবিষ্যদ্বাণী- ছাব্বিশের নির্বাচনে ৫০-এর নীচে আটকে যাবে বিজেপি (BJP)।

বুধবার, নিজের সাংসদীয় এলাকার উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে সাতগাছিয়ার সভা থেকে ৬৯৫ পৃষ্ঠার ‘নিঃশব্দ বিপ্লব’ বই প্রকাশ করেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক। আর সেই মঞ্চ থেকে বিরোধীদের নিশানা করেন তিনি। গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, “ছাব্বিশের ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলছে! গতবারে ওরা ৭৭টা আসন পেয়েছিল, এবারে ওরা ৫০ এর নীচে আটকে যাবে। আজকের সভা থেক আমি এই ভবিষ্যৎবাণী করে গেলাম।”

এই কথার রেশ টেনে অভিষেক বলেন, “আমি সচরাচর কোনও বিষয়ে ভবিষ্যৎবাণী করি না। আর করলে ঈশ্বরের কৃপায় আমার ভবিষ্যৎবাণী অল্প হলেও মিলে যায়।” তিনি উল্লেখ করেন এর আগেও তাঁর ভোটের ফলের ভবিষ্যৎবাণী মিলে যায়।
আরও খবর‘নিঃশব্দ বিপ্লব’: ৬৯৫ পৃষ্ঠার পুস্তিকায় উন্নয়নের খতিয়ান অভিষেকের, জবাব বিরোধীদের বিদ্রুপেরও

একই সঙ্গে বিজেপিকে নিশানা করেন অভিষেক (Abhishek Banerjee)। সুকান্ত-শুভেন্দুদের তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “আজ জগন্নাথ মন্দিরকে ব্যঙ্গ বিদ্রুপ করতে গিয়ে শুভেন্দু বলছে ওটা মন্দির নয়। সুকান্ত মজুমদার বলছেন ওইটা সার্কাস। যাঁরা হিন্দুদের রক্ষা কর্তা বলে তারাই এইসব বলে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এই মন্দির না তৈরি করলে আপনারা আসল চেহারা দেখতে পেতেন না। মমতার সরকারের থেকে ইউনুসের সরকার ভাল বলে। আর এরাই আবার আমাদের বাংলাদেশি বলে।”

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...