Tuesday, November 4, 2025

ডুয়ার্সে ফিল্ম সিটি গড়লে বাড়বে কর্মসংস্থান ও পর্যটন: দাবি বিধায়ক কাঞ্চন মল্লিকের

Date:

উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে এবার নতুন সম্ভাবনার দিক খুঁজছে রাজ্য সরকার। ডুয়ার্স অঞ্চলে পরিবেশবান্ধব ফিল্ম সিটি গঠনের ভাবনা উঠে এল রাজ্যের জনপ্রিয় অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিকের মুখে। বুধবার মালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “ডুয়ার্সের এই অপরূপ প্রাকৃতিক পরিবেশে যদি পরিবেশের ক্ষতি না করে একটি ফিল্ম সিটি গড়ে তোলা যায়, তাহলে এখানকার আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।”

এদিন লাভায় একটি ছবির শুটিং শেষ করে কলকাতা ফেরার পথে কাঞ্চন মল্লিক মালবাজারে পৌঁছান। টুরিস্ট লজে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালের বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলু চিক বড়াইক। দুই বিধায়কের এই সৌহার্দ্যমূলক সাক্ষাৎ ঘিরে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে ফিল্ম সিটি প্রসঙ্গ।

বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, “আমাদের রাজ্যের উত্তরে পাহাড় আর দক্ষিণে সমুদ্র—দুটোই রয়েছে। বহু ছবির শুটিং ইতিমধ্যেই এখানে হয়েছে। এই রাজ্যকে সিনেমার দিক থেকেও এগিয়ে নিয়ে যেতে হলে উত্তরবঙ্গের মতো জায়গায় ফিল্ম সিটি গড়ে তোলা সময়ের দাবি।” তিনি আরও বলেন, এই উদ্যোগ সফল হলে পর্যটনের প্রসার যেমন ঘটবে, তেমনি স্থানীয় যুবসমাজের জন্য তৈরি হবে কর্মসংস্থানের নতুন দরজা।

রাজ্য সরকার ইতিমধ্যেই শিল্প ও পর্যটনকে ঘিরে একাধিক প্রকল্পে কাজ শুরু করেছে। ডুয়ার্সের মতো পরিবেশসমৃদ্ধ অঞ্চলে ফিল্ম সিটির বাস্তবায়ন সেই বৃহত্তর পরিকল্পনারই অঙ্গ হতে পারে বলে মত রাজনীতিক ও শিল্পী মহলের। সংশ্লিষ্ট মহলের আশা, এমন উদ্যোগ রাজ্যের উন্নয়ন, সংস্কৃতি ও অর্থনীতিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে।

আরও পড়ুন – শোওয়ার ঘরে ঢুকে ত্রাস! দিনভর নাটকের পর খাঁচাবন্দি হল বাঘ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version