Wednesday, November 5, 2025

গাড়ি চাপায় মৃত্যু: প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহনের গাড়ি বাজেয়াপ্ত

Date:

মামলা দায়েরের পরেই তৎপর পুলিশ। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির বুলেটপ্রুফ গাড়ি বাজেয়াপ্ত (seized) করল পুলিশ। দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় জগনমোহনের (Jaganmohan Reddy) বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। নিজের দলের কর্মীকে পিষে দিয়েছিল তাঁর গাড়ি এমনই দাবি তদন্তকারী আধিকারিদের।

গত ১৮ জুন অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) গুন্টুরে একটি জনসভা ছিল জগনমোহনের। সেই জনসভাতেই যোগ দিতে যাওয়ার পথে এক দলীয় কর্মীর উপর দিয়ে চলে যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর (former Chief Minister) কনভয় (convoy)। তারপরেই জখম অবস্থায় ওই দলীয় কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির স্ত্রী। সেই অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, তিনটি গাড়ির কনভয়ের (convoy) অনুমতি দেওয়া হলেও, তার থেকে বেশি গাড়ি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর (former Chief Minister) কনভয়ে। তাতেই ঘটে দুর্ঘটনা। প্রাক্তন সাংসদ ওয়াইভি সুব্বা রেড্ডি, প্রাক্তন মন্ত্রী বিদদলা রজনী-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গাড়ির চালক রামানা রেড্ডি এবং জগনমোহনের পিএ নাগেশ্বর রেড্ডির বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Related articles

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...

রাজ্যে চালু হচ্ছে ফেসলেস মোটরগাড়ি পরিষেবা, আধার যাচাইকরণেই মিলবে ৫০টি সেবা 

পরিবহন পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নাগরিক-বান্ধব করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। পরিবহন দফতর জানিয়েছে, মোট ৫০টি...

SIR-এর প্রতিক্রিয়া! শিখদের স্বাগত, পাক সীমান্তে আটকে দেওয়া হল হিন্দুদের

অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে ভারত-পাক সীমান্ত দিয়ে সাধারণ মানুষের যাতায়াত এখনও স্বাভাবিক হয়নি। তারই মধ্যে গুরু নানক জয়ন্তীতে...

অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, বীরভূমে জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছ বীরভূমের (Birbhum)...
Exit mobile version