Wednesday, August 20, 2025

ইংল্যান্ডের কাছে হেরে টেস্ট ইতিহাসে বিশ্রী রেকর্ডের স্বাক্ষী ভারত

Date:

অবিশ্বাস্য বললেও বোধহয় কম বলা হয়। বিশ্ব ক্রিকেটে ভারত (Team India) এদিন যে বিশ্রী রেকর্ডের স্বাক্ষী থাকল তা আর কোনও দেশই নেই। ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটে প্রথম দল হিসাবে পাঁচটি সেঞ্চুরী করেও টেস্ট হারার রেকর্ড গড়ল শুভমন গিলের (Shubman Gill) ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলীতে ৫ উইকেটে হেরে গেল টিম ইন্ডিয়া (Team India)। আর সেই হারের সঙ্গেই একাধিক প্রশ্নও এদিন উঠে গেল তা বলার অপেক্ষা রাখে না।

খারাপ ফিল্ডিং তো রয়েছেই। সেইসঙ্গে এই ম্যাচ হারের পর কাঠগড়ায় যদি বলা হয় ভারতের বোলিং লাইনআপ, তবে হয়ত খুব একটা ভুল হবে না। একা জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বাদ দিলে, ভারতের কোনও বোলাররাই ইংল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারল না। দ্বিতীয় ইনিংসে বুমরাহ (Jasprit Bumrah) উইকেট পাননি। বাকি বোলাররা মিলে মাত্র পাঁচ উইকেটই তুলতে পেরেছে।

পঞ্চম দিন যখন ম্যাচ শুরু হল সেই সময় ইংল্যান্ডের রান বিনা উইকেটে ২১। জয়ের জন্য তাদের তখন ৩৫০ রান প্রয়োজন। ভারতীয় বোলাররা সেভাবে কিছু করতেই পারল না। ইংল্যান্ড যখন প্রথম উইকেটটা হারালো সেই সময় তাদের রান ১৮৮। কার্যত ম্যাচ তখনই হাতছাড়া। ব্রিটিশ ওপেনার বেন ডাকেট ছিলেন এদিন অপ্রতিরোধ্য। ১৪৯ রানের ইনিংস খেলে তিনি যখন সাজঘরে ফেরেন সেই সময় ইংল্যান্ডের রান ২৫৩।

শার্দূল ঠাকুর দুই উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু এদিন ইংল্যান্ডকে হারানোর জন্য তা যথেষ্ট ছিল না। একা বুমরাহ ছাড়া কারোরই সেরকম চেষ্টা দেখা গেল না। বাকিটা সামলে দেন জো রুট। নির্ধারিত সময়ের অনেক আগেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version