Tuesday, August 12, 2025

বিজেপির প্রসাদ-বিলি রাজনীতি! নিম্নরুচি, দিশাহীন কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

তৃণমূলের সঙ্গে রাজনীতির ময়দানে না পেরে এবার দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও নোংরা রাজনীতি, কুৎসা শুরু রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে দিঘার মন্দির থেকে জগন্নাথদেবের প্রসাদ পৌঁছে যাচ্ছে বাংলার ঘরে ঘরে। মানুষ ভক্তিভরে সেই প্রসাদ গ্রহণ করছেন। কিন্তু সেই বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা সহ্য করতে পারছেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তাই এবার জগন্নাথদেবের প্রসাদ নিয়েও নোংরা রাজনীতি শুরু করেছেন! দিঘার প্রসাদের পাল্টা দিতে কাঁথিতে নাকি পুরীর প্রসাদ বিলি করবেন শুভেন্দু! বিরোধী দলনেতার (LoP) এই খামখেয়ালি আচরণকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

দিঘার জগন্নাথের (Digha Jagannath temple) প্রসাদের পাল্টা পুরীর (Puri) প্রসাদ এনে রাজনীতি ঘিরে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, দিঘার জগন্নাথ মন্দির বাংলার গর্ব। নিশ্চিতভাবে পুরীর জগন্নাথ মন্দির বহু পুরনো। প্রচুর মানুষ সেখানে যান, শ্রদ্ধা-ভক্তি করেন। কিন্তু বাংলাতেও তো জগন্নাথ মন্দির রয়েছে। সেই মন্দিরকে অবজ্ঞা করে একটা করে কাউন্টার করার এই প্রবণতা অনৈতিক। ঝগড়া করে জগন্নাথ (Lord Jagannath) পুজো করবো, এটা হতে পারে না। যার মনে ভক্তি-শ্রদ্ধা থাকবে, তার কাছে প্রসাদ প্রসাদই। অশিক্ষিত নিম্নরুচির চিন্তাধারা রাখা নিকৃষ্ট মানুষজন এইসব কথা বলেন। কোনও ভদ্রলোকের মুখে এই কথা শোনা যায় না।

বিরোধী দলনেতা যে দিঘার মন্দিরের প্রসাদ বিলিতে চাপে পড়ে আচমকা পুরীর (Puri) প্রসাদ বিলির সিদ্ধান্ত নিয়েছেন, তাকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে হারতে হারতে দিশাহীন। তাই এবার ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করেছেন। পুরীতে জগন্নাথ (Lord Jagannath) আছেন বলে দিঘায় জগন্নাথ থাকবেন না? দিঘার জগন্নাথ দেবের মন্দিরে লক্ষ লক্ষ মানুষ আসছেন। এরা কে কী বলল, কেউ কর্ণপাত করছেন না। যাঁরা জগন্নাথদেবের বিরোধিতা করছেন, তারা বুঝবেন। দিঘার মন্দিরের চাপে পড়ে পুরীর প্রসাদ দিচ্ছেন। কাঁথিতে যাদের বাড়িতে প্রসাদ দিতে যাবেন, তারা সবাই দিঘায় জগন্নাথদেবকে প্রণাম করে এসেছেন। উনিই যাননি। বিরোধিতার রাজনীতি করছেন বলে মন্দিরে যেতে পারছেন না।

spot_img

Related articles

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...