Tuesday, November 4, 2025

তৃণমূলের সঙ্গে রাজনীতির ময়দানে না পেরে এবার দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও নোংরা রাজনীতি, কুৎসা শুরু রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে দিঘার মন্দির থেকে জগন্নাথদেবের প্রসাদ পৌঁছে যাচ্ছে বাংলার ঘরে ঘরে। মানুষ ভক্তিভরে সেই প্রসাদ গ্রহণ করছেন। কিন্তু সেই বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা সহ্য করতে পারছেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তাই এবার জগন্নাথদেবের প্রসাদ নিয়েও নোংরা রাজনীতি শুরু করেছেন! দিঘার প্রসাদের পাল্টা দিতে কাঁথিতে নাকি পুরীর প্রসাদ বিলি করবেন শুভেন্দু! বিরোধী দলনেতার (LoP) এই খামখেয়ালি আচরণকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

দিঘার জগন্নাথের (Digha Jagannath temple) প্রসাদের পাল্টা পুরীর (Puri) প্রসাদ এনে রাজনীতি ঘিরে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, দিঘার জগন্নাথ মন্দির বাংলার গর্ব। নিশ্চিতভাবে পুরীর জগন্নাথ মন্দির বহু পুরনো। প্রচুর মানুষ সেখানে যান, শ্রদ্ধা-ভক্তি করেন। কিন্তু বাংলাতেও তো জগন্নাথ মন্দির রয়েছে। সেই মন্দিরকে অবজ্ঞা করে একটা করে কাউন্টার করার এই প্রবণতা অনৈতিক। ঝগড়া করে জগন্নাথ (Lord Jagannath) পুজো করবো, এটা হতে পারে না। যার মনে ভক্তি-শ্রদ্ধা থাকবে, তার কাছে প্রসাদ প্রসাদই। অশিক্ষিত নিম্নরুচির চিন্তাধারা রাখা নিকৃষ্ট মানুষজন এইসব কথা বলেন। কোনও ভদ্রলোকের মুখে এই কথা শোনা যায় না।

বিরোধী দলনেতা যে দিঘার মন্দিরের প্রসাদ বিলিতে চাপে পড়ে আচমকা পুরীর (Puri) প্রসাদ বিলির সিদ্ধান্ত নিয়েছেন, তাকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, তৃণমূলের বিরুদ্ধে হারতে হারতে দিশাহীন। তাই এবার ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করেছেন। পুরীতে জগন্নাথ (Lord Jagannath) আছেন বলে দিঘায় জগন্নাথ থাকবেন না? দিঘার জগন্নাথ দেবের মন্দিরে লক্ষ লক্ষ মানুষ আসছেন। এরা কে কী বলল, কেউ কর্ণপাত করছেন না। যাঁরা জগন্নাথদেবের বিরোধিতা করছেন, তারা বুঝবেন। দিঘার মন্দিরের চাপে পড়ে পুরীর প্রসাদ দিচ্ছেন। কাঁথিতে যাদের বাড়িতে প্রসাদ দিতে যাবেন, তারা সবাই দিঘায় জগন্নাথদেবকে প্রণাম করে এসেছেন। উনিই যাননি। বিরোধিতার রাজনীতি করছেন বলে মন্দিরে যেতে পারছেন না।

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version