বুধের সকালে অফিস টাইমে মেট্রো বিভ্রাট (Metro Interrupted) । তবে এবার যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনা নয়, বরং সমস্যা তৈরি করলেন সফররত মেট্রো যাত্রী। অভিযোগ এদিন সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ দক্ষিণেশ্বরগামী মেট্রোতে ভুলবশত ‘প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস’ (Passenger Alert Device) অন করে ফেলেন এক যাত্রী। রবীন্দ্র সরোবর স্টেশনে থমকে যায় মেট্রো। এমার্জেন্সি এলার্ম (Emergency Alarm) কেন বাজানো হল তা জানতে ছুটে যান নিরাপত্তাকর্মীরা। চালক ছুটে আসেন ওই কামরায়। কিন্তু কে যে কাণ্ডটি ঘটিয়েছেন তা জানা যায়নি।
কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গেছে সকাল থেকে এখনও পর্যন্ত পরিষেবায় কোনও বিপদের হদিশ মেলেনি। কোনও যাত্রী সম্ভবত ভুলবশত অ্যালার্ম প্রেস করে দেওয়ায় ৭-৮ মিনিটের জন্য মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। পিছনের মেট্রোগুলো পরপর স্টেশনে দাঁড়িয়ে পড়ে। প্রায় মিনিট দশেক পর পরিষেবা স্বাভাবিক হলেও, আপ ও ডাউন লাইনে ট্রেন একটু দেরিতে চলছে বলে কলকাতা মেট্রো সূত্রে খবর।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–