Friday, July 4, 2025

পহেলগামে জঙ্গি হামলা গোয়েন্দা ব্যর্থতা, কেন পদত্যাগ নয় শাহ-ডেকার! প্রশ্ন তুলে তুলোধনা অভিষেকের

Date:

পহেলগামে জঙ্গি হামলা গোয়েন্দা ব্যর্থতা। তার জন্য কেন পদত্যাগ করবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা গোয়ান্দা প্রধান তপন ডেকা! প্রশ্ন তুলে মোদি-শাহকে তীব্র আক্রমণ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, সাতগাছিয়ায় বিষ্ণুপুর ২ ব্লকের শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল ফুটবল ময়দানের সভা থেকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক।

এদিন, সাতগাছিয়ায় ‘নিঃশব্দ বিপ্লব’ কর্মসূচির আয়োজন হয়। সেখানে উন্নয়নের কর্মসূচির পাশাপাশি কেন্দ্রীর মোদি সরকারের বিরুদ্ধে নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “আমাদের দেশবিরোধী বলত আমাদের দল আমাকে পাঠিয়েছিল প্রতিনিধি করে। আমি দেশের কথা বলেছি। সেই সময় দেশের প্রধানমন্ত্রী বাংলায় এসে বিভাজন সৃষ্টির কথা বলে গেছে। আমি বলেছি পাক অধিকৃত কাশ্মীর আমাদের দখল করা উচিৎ একজন বিজেপির নেতা বলেছে?? দেশ বিরোধী করার। আমাদের সরকার দল শিখিয়েছে যখন নির্বাচনে লড়ব তখন রাজনীতির কথা বলব। জিতে গেলে একটা ধর্ম মানব ধর্ম”।

অভিষেকের কথায়, ”আমি পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। এই চার জঙ্গির খবর কী? আইবি চিফ এর মেয়াদ বৃদ্ধি কেন? POK কেন ছিনিয়ে নিচ্ছিল না? ৩৩টা দেশ আমাদের সমর্থন করেছে? ২ লক্ষ ৫ হাজার কোটি টাকা বিদেশ মন্ত্রক খরচা করেছে। কেন ১৮০ টা দেশের মধ্যে কেউ বলছে না আমরা ভারতকে সমর্থন করি।”

বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপিকে তুলোধনা করে বলেন, ২০১৯ সালে পুলওয়ামার সময় আমাদের দেশবিরোধী বলত। বাংলায় কথা বললে বলত বাংলাদেশি, পাগড়ি পরলে খালিস্তানি। বিজেপির দিল্লি নেতাদের খুশি করতে বাংলার কুসন্তান নিজের মেরুদন্ড বিকিয়েছে। জবাবও পেয়েছেন।
আরও খবর৫০-এর নীচে আটকে যাবে বিজেপি: ছাব্বিশের নির্বাচন নিয়ে বড় দাবি অভিষেকের

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version