Thursday, November 6, 2025

মোহনবাগানের পর এবার কী ইস্টবেঙ্গলও (Eastbengal) সরে আসতে পারে ডুরান্ড কাপ (Durand Cup) থেকে? শোনা যাচ্ছে এমনটা হওয়ার নাকি একটা সম্ভাবনা রয়েছে। কারণ একের পর এক দল খেলার আগ্রহ না দেখানোর পর ইস্টবেঙ্গলের (Eastbengal) বিনিয়োগকারী (Investor) সংস্থাও নাকি ডুরান্ড কাপ থেকে সরে আসার কথা ভাবতে শুরু করেছে। যদিও এই বিষয়েও ক্লাবের সঙ্গে তাদের মতপার্থক্য দেখা দিয়েছে। সূত্রের খবর ক্লাব নাকি খেলতে চাইছে। এমন পরিস্থিতিতে কী হয় সেটা তো সময়ই বলবে।

আগামী জুলাই মাসের শেষ থেকে শুরু হওয়ার কথা ডুরান্ড কাপের (Durand Cup)। কিন্তু সেখানেই দেখা দিয়েছে সমস্যা। ফেডারেশন সম্পূর্ণ ফুটবল ক্যালেন্ডার ঘোষণা করতে পারেনি। আবার এফএসডিএলের সঙ্গে চুক্তি নবীকরণ করা নিয়েও দেখা দিয়েছে সমস্যা। এফএসডিএল যে চুক্তিতে তাদের সঙ্গে ছিল, নতুন চুক্তিতে নাকি সেই অর্থের পরিমাণ কমাতে বলেছে। এছাড়া ফেডারেশনের সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত তারা নতুন চুক্তিও করতে পারবে না।

এমন পরিস্থিতিতে আইএসএল নিয়ে যেমন ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। তেমনই আসন্ন ডুরান্ড কাপ খেলার থেকেও সরে আসার ইঙ্গিত দিয়েছে একাধিক আইএসএল ক্লাব। এরই মাঝে শোনা যাচ্ছে মোহনবাগানও নাকি সরে আসার পথে হাঁটতে পারে। এমন পরিস্থিতিতে এবার নতুন সংযোজন ইস্টবেঙ্গল (Eastbengal)। ডুরান্ড কাপ থেকে তারাও সরে আসবে কিনা এই নিয়েই শুরু হয়ে গিয়েছে ভাবনা।

অন্যান্য ক্লাবের সরে আসার খবর ছড়িয়ে পড়ার পরই নাকি ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থাও নাকি ডুরান্ড কাপ থেকে সরে আসার একটা ইঙ্গিত দিয়েছে। যদিও এই বিষয়ে তাদের সঙ্গে ফের মতানৈক্য লাল-হলুদ ক্লাবের। তারা আবার ডুরান্ড কাপ খেলতে চায়। এর মধ্যেই ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বিনিয়োগকারী সংস্থার কর্তারা। সেখানেই একটা সমাধান সূত্র বেড়িয়ে আসতে পারে। তবে একান্তই যদি ইস্টবেঙ্গল ডুরান্ড খেলে তবে রিজার্ভ দলের খেলার সম্ভাবনাই বেশি।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version