Friday, November 7, 2025

স্যোশাল মিডিয়ায় ভুয়ো-বিদ্বেষপূর্ণ পোস্টে কড়া আইনি ব্যবস্থা: সতর্ক করল কলকাতা পুলিশ

Date:

স্যোশাল মিডিয়া ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে একের পর এক মিথ্যাচার করে চলেছে বিজেপি (BJP)। বাংলাকে নীচু দেখানোর অপচেষ্টায় ভুয়ো খবর বারবার ছড়ানোর পুলিশ হাতেনাতে ধরে ফেলার পরেও বাংলাকে বদনাম করার কারসাজি করেই যাচ্ছেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য। সম্প্রতি কলকাতার কসবা থেকে ইসলামিক স্টেট (IS)-এর সঙ্গে যোগ সন্দেহে তিন যুবককে গ্রেফতার করেছে NIA- এই ভুয়ো খবর পোস্ট করেন অমিত মালব্য। বুধবার, স্যোশাল মিডিয়ায় পোস্ট করে সেই দাবি নস্যাৎ করে কলকাতা পুলিশ (Kolkata Police)। স্পষ্ট জানানো হয়, এই খবর সম্পূর্ণ ভুয়ো। এমন কোনও ঘটনাই ঘটেনি। একই সঙ্গে লেখা হয়, ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবর ছড়ানো হয়েছিল, IS-এর কিছু লিঙ্কম্যান কলকাতায় আত্মগোপন করে রয়েছে। তাদের গ্রেফতার করেছে এনআইএ। কলকাতা পুলিশ স্পষ্ট করে জানিয়েছেন, এই তথ্যই সম্পূর্ণ ভুল। কোনও গ্রেফতারিই হয়নি। কলকাতা পুলিশের তরফে নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, “সোশ্যাল মিডিয়ায় একটি সম্পূর্ণ মিথ্যা এবং বিদ্বেষপূর্ণ দাবি প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে, আইটি কর্মীর ছদ্মবেশে তিনজন আইসিস-সম্পর্কিত সন্ত্রাসীকে এনআইএ কলকাতার কসবা থেকে গ্রেফতার করেছে। এই কথাটি সম্পূর্ণ মিথ্যে। এনআইএ বা অন্য কোনও তদন্তকারী সংস্থা এই ধরনের কোনও গ্রেফতার করেনি।“

কলকাতা পুলিশ (Kolkata Police) স্পষ্ট জানিয়েছে, “এই ধরনের ভুল তথ্য কেবল ভিত্তিহীনই নয় বরং অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। যাঁরা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।“

সবার কাছে কলকাতা পুলিশের আবেদন, “আমরা জনসাধারণকে যাচাই না করা বিষয়বস্তু ফরোয়ার্ড বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। সরকারি সূত্র বিশ্বাস করুন। খবর ছাড়ানোর আগে যাচাই করুন“।
আরও খবরগাড়ি চাপায় মৃত্যু: প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহনের গাড়ি বাজেয়াপ্ত

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version