Tuesday, November 11, 2025

মুখ্যমন্ত্রীর উদ্যোগ, রথযাত্রা উপলক্ষে ৯৩ নম্বর ওয়ার্ডে ৩৩৩টি তিনতলা রথ বিতরণ

Date:

রথযাত্রা উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ ৯৩ নম্বর ওয়ার্ডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কাউন্সিলর মৌসুমী দাসের নেতৃত্বে এলাকার শিশু ও পরিবারের হাতে তুলে দেওয়া হল ৩৩৩টি তিনতলা রথ। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে খুশির হাওয়া বইল গোটা অঞ্চলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডা. শশী পাঁজা, সাংসদ মালা রায়, পুরসভার চেয়ারপার্সন এবং বহু বিশিষ্টজন। তাঁরা প্রত্যেকেই শিশুদের হাতে রথ তুলে দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন। নেতৃবৃন্দ এই উদ্যোগকে প্রশংসা করে জানান, এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমাজিক সংহতি ও সংস্কৃতির পরম্পরাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা।

ডা. শশী পাঁজা বলেন, “এই উদ্যোগ শুধু ধর্মীয় নয়, এটি এক সামাজিক বন্ধনের প্রতীক। এমন কর্মসূচি শিশুদের মধ্যে সংস্কৃতি ও মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক।” মালা রায় জানান, “মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রতিটি উৎসবকে মানুষের কাছে আরও কাছাকাছি নিয়ে যেতে চাই। এই উদ্যোগ সেই পথেই আরেকটি পদক্ষেপ।” পাশাপাশি স্থানীয়রা জানান, এমন আনন্দঘন, বর্ণময় রথযাত্রা তাঁরা দীর্ঘদিন মনে রাখবেন। অনেক অভিভাবক জানিয়েছেন, ব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন শিশুদের মুখে যে আনন্দের ঝলক এনে দিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

কাউন্সিলর মৌসুমী দাস বলেন, “দুঃস্থ ও মধ্যবিত্ত পরিবারের শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর ভাবনাকে অনুসরণ করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” এই উদ্যোগ নিঃসন্দেহে প্রমাণ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুধু পরিকাঠামো নয়, সমাজিক সংস্কৃতির উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন – হাইকোর্টের নির্দেশে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version