Sunday, December 28, 2025

জলভিত্তিক খেলাধুলা প্রসারে বড় পদক্ষেপ, বেলেঘাটায় তৈরি হচ্ছে ‘বেঙ্গল সুইমিং অ্যাকাডেমি

Date:

Share post:

সাঁতার সহ জলভিত্তিক খেলাধুলার বিকাশে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। কলকাতার বেলেঘাটায় (Beleghata) সুভাষ সরোবরে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ‘বেঙ্গল সুইমিং অ্যাকাডেমি’ (Bengal Swimming Academy)। খুব শীঘ্রই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রতিভাবান তরুণ সাঁতারুদের জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

এই অ্যাকাডেমির জন্য পুরনো সুইমিং পুলটি সংস্কার করে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। এখানে যেমন অবসরের জন্য সাঁতার শেখার সুযোগ থাকবে, তেমনই প্রতিযোগিতামূলক প্রশিক্ষণের জন্য থাকবে পূর্ণ পরিকাঠামো। এই অ্যাকাডেমির (Bengal Swimming Academy) পরিচালনার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের অধীনে।

রাজ্য ক্রীড়া দফতর দীর্ঘদিন ধরেই এমন একটি আধুনিক অ্যাকাডেমি গড়ার পরিকল্পনা করছিল। সুবাস সরোবরের পুলটি অতীতে নানা প্রতিযোগিতার সাক্ষী থেকেছে। সেই পরিকাঠামোর উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই নতুন কেন্দ্র।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের আমলে ইতিমধ্যেই রাজ্যে একাধিক ক্রীড়া অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছে। খড়দহের (Khardaha) বিবেকানন্দ স্টেডিয়ামে (Vivekananda Stadium) তৈরি হয়েছে রাজ্যের প্রথম ফুটবল অ্যাকাডেমি। ঝাড়গ্রামে তৈরি হয়েছে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি এবং সল্টলেকে গড়ে উঠেছে বেঙ্গল টেনিস অ্যাকাডেমি।

রাজ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ৩,৫৬৫টিরও বেশি স্কুল ও কলেজে মাল্টি-জিম চালু হয়েছে, তৈরি হয়েছে ৬৮৪টি মিনি ইনডোর গেমস কমপ্লেক্স এবং ৩৯৮টিরও বেশি খেলার মাঠ। যুব হস্টেলের সংখ্যাও বেড়েছে।

সব মিলিয়ে, সাঁতার ও জলভিত্তিক খেলাধুলার প্রসারে নতুন এই অ্যাকাডেমি রাজ্যের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছে ক্রীড়া মহল।

spot_img

Related articles

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী...

টলিউডে স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে অভিনেতা দেব, একজোট বাকি প্রযোজকরা 

কখনও ক্ষমতার আস্ফালনে বেশি শো পাওয়া কখনও আবার ফ্যান ক্লাবের নামে বাকি অভিনেতা-প্রযোজকদের কদর্য আক্রমণ - সব কটা...