জলভিত্তিক খেলাধুলা প্রসারে বড় পদক্ষেপ, বেলেঘাটায় তৈরি হচ্ছে ‘বেঙ্গল সুইমিং অ্যাকাডেমি

Date:

Share post:

সাঁতার সহ জলভিত্তিক খেলাধুলার বিকাশে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। কলকাতার বেলেঘাটায় (Beleghata) সুভাষ সরোবরে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ‘বেঙ্গল সুইমিং অ্যাকাডেমি’ (Bengal Swimming Academy)। খুব শীঘ্রই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রতিভাবান তরুণ সাঁতারুদের জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

এই অ্যাকাডেমির জন্য পুরনো সুইমিং পুলটি সংস্কার করে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। এখানে যেমন অবসরের জন্য সাঁতার শেখার সুযোগ থাকবে, তেমনই প্রতিযোগিতামূলক প্রশিক্ষণের জন্য থাকবে পূর্ণ পরিকাঠামো। এই অ্যাকাডেমির (Bengal Swimming Academy) পরিচালনার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের অধীনে।

রাজ্য ক্রীড়া দফতর দীর্ঘদিন ধরেই এমন একটি আধুনিক অ্যাকাডেমি গড়ার পরিকল্পনা করছিল। সুবাস সরোবরের পুলটি অতীতে নানা প্রতিযোগিতার সাক্ষী থেকেছে। সেই পরিকাঠামোর উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই নতুন কেন্দ্র।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের আমলে ইতিমধ্যেই রাজ্যে একাধিক ক্রীড়া অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছে। খড়দহের (Khardaha) বিবেকানন্দ স্টেডিয়ামে (Vivekananda Stadium) তৈরি হয়েছে রাজ্যের প্রথম ফুটবল অ্যাকাডেমি। ঝাড়গ্রামে তৈরি হয়েছে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি এবং সল্টলেকে গড়ে উঠেছে বেঙ্গল টেনিস অ্যাকাডেমি।

রাজ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ৩,৫৬৫টিরও বেশি স্কুল ও কলেজে মাল্টি-জিম চালু হয়েছে, তৈরি হয়েছে ৬৮৪টি মিনি ইনডোর গেমস কমপ্লেক্স এবং ৩৯৮টিরও বেশি খেলার মাঠ। যুব হস্টেলের সংখ্যাও বেড়েছে।

সব মিলিয়ে, সাঁতার ও জলভিত্তিক খেলাধুলার প্রসারে নতুন এই অ্যাকাডেমি রাজ্যের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছে ক্রীড়া মহল।

spot_img

Related articles

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)।...

সর্দারজির পর পুলিশ-বাইকার! বিজ্ঞাপণের চরিত্রে সুপারহিট সৌরভ

আবার দাদাগিরি মহারাজের। নিত্য নতুন লুকে চমক দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। কয়েকদিন আগে সর্দারজির লুকে দেখা গিয়েছিল...