Sunday, January 18, 2026

জলভিত্তিক খেলাধুলা প্রসারে বড় পদক্ষেপ, বেলেঘাটায় তৈরি হচ্ছে ‘বেঙ্গল সুইমিং অ্যাকাডেমি

Date:

Share post:

সাঁতার সহ জলভিত্তিক খেলাধুলার বিকাশে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। কলকাতার বেলেঘাটায় (Beleghata) সুভাষ সরোবরে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ‘বেঙ্গল সুইমিং অ্যাকাডেমি’ (Bengal Swimming Academy)। খুব শীঘ্রই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রতিভাবান তরুণ সাঁতারুদের জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

এই অ্যাকাডেমির জন্য পুরনো সুইমিং পুলটি সংস্কার করে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। এখানে যেমন অবসরের জন্য সাঁতার শেখার সুযোগ থাকবে, তেমনই প্রতিযোগিতামূলক প্রশিক্ষণের জন্য থাকবে পূর্ণ পরিকাঠামো। এই অ্যাকাডেমির (Bengal Swimming Academy) পরিচালনার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের অধীনে।

রাজ্য ক্রীড়া দফতর দীর্ঘদিন ধরেই এমন একটি আধুনিক অ্যাকাডেমি গড়ার পরিকল্পনা করছিল। সুবাস সরোবরের পুলটি অতীতে নানা প্রতিযোগিতার সাক্ষী থেকেছে। সেই পরিকাঠামোর উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই নতুন কেন্দ্র।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের আমলে ইতিমধ্যেই রাজ্যে একাধিক ক্রীড়া অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছে। খড়দহের (Khardaha) বিবেকানন্দ স্টেডিয়ামে (Vivekananda Stadium) তৈরি হয়েছে রাজ্যের প্রথম ফুটবল অ্যাকাডেমি। ঝাড়গ্রামে তৈরি হয়েছে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি এবং সল্টলেকে গড়ে উঠেছে বেঙ্গল টেনিস অ্যাকাডেমি।

রাজ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ৩,৫৬৫টিরও বেশি স্কুল ও কলেজে মাল্টি-জিম চালু হয়েছে, তৈরি হয়েছে ৬৮৪টি মিনি ইনডোর গেমস কমপ্লেক্স এবং ৩৯৮টিরও বেশি খেলার মাঠ। যুব হস্টেলের সংখ্যাও বেড়েছে।

সব মিলিয়ে, সাঁতার ও জলভিত্তিক খেলাধুলার প্রসারে নতুন এই অ্যাকাডেমি রাজ্যের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছে ক্রীড়া মহল।

spot_img

Related articles

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা...

এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

বাংলায় এসআইআর-বলির সংখ্যা দীর্ঘতর হচ্ছে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের জোরে প্রতিদিনই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। নদিয়া ও দক্ষিণ...

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...