মেক্সিকোর (Mexico) গুয়ানাজুয়াতোতে ধর্মীয় উৎসব চলাকালীন আততায়ীদের হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে নিহত ১২ জনের। রাতের এই সময় উৎসব চলাকালীন আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

ইরাপুয়াতোর পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বন্দুকবাজদের হামলার জেরে প্রান হারিয়েছেন ১২ জন, আহত হয়েছেন ২০ জন। গুলি চালানোর পর পালিয়ে গিয়েছে হামলাকারীরা। তাদের পাকড়াও করতে তল্লাশি অভিযান চলছে। এখনও তারা পলাতক। এই হামলার তীব্র নিন্দা করেছেন মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম। গত মাসেও গুয়ানাজুয়াতোতে সান বার্তোলো দে বেরিওসে একটি ক্যাথলিক গির্জার অনুষ্ঠান চলাকালীনও হামলা চলেছিল। মৃত্যু হয়েছিল ৭ জনের।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–