Thursday, November 6, 2025

দিনে সাত ঘন্টা অনুশীলন,মাত্র সাত বছরেই জাতীয় স্তরে ক্যারাটেতে পরপর সোনা রক্তিমের

Date:

চলতি মাসের ১৩-১৫ তারিখ উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত হয় জাতীয় ক্যারাটে (National Karate) প্রতিযোগিতা। সেখানে কুমিত বিভাগে সোনা জয় চুঁচুড়ার রক্তিম মন্ডলের (Raktim Mondal)। ভারতের বিভিন্ন রাজ্যের ২৮ জন প্রতিযোগি খেলায় অংশগ্রহণ করে। তার মধ্যে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে রক্তিম।আর তার এই সাফল্যে খুশি পরিবার সহ কোচ।পাড়ার ক্লাব থেকে সম্বর্ধনা দেওয়া হয়। গত বছর দিল্লিতে ২৮ টি রাজ্যের মধ্যে ন্যাশনাল প্রতিযোগিতা হয়েছিল , সেখানেও সোনা জিতেছিল সে।

হুগলির চুঁচুড়ার ষষ্ঠী তলায় বাসিন্দা রক্তিম মন্ডল (Raktim Mondal)। তার বাবা ঝন্টু মার্বেল কন্ট্রাক্টার ও মা মৌমিতা গৃহবধূ। রক্তিমের বাবা যা উপার্জন করে তাই দিয়েই চলে তাদের সংসার। তবে ছেলেকে খেলাধুলায় তারা মা বাবা কোনদিনও বাধা দেয়নি ছেলেকে, বরং উৎসাহ দিয়েছেন। বর্তমানে চুঁচুড়া চকবাজার এ্যাবট শিশু হলে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ তার। স্কুলে যাওয়ার পথে স্থানীয় ক্লাবে ক্যারাটে খেলা দেখতো, তখন থেকেই তার খেলার প্রতি আগ্রহ জন্মায়। চার বছর বয়সে তার মা তাকে স্থানীয় কোচের কাছে ভর্তি করেন। কিন্তু কোভিডের কারণে এক বছর তা বন্ধ ছিল। রক্তিমের যখন পাঁচ বছর তখন স্থানীয় ক্যারাটে কোচ দিব্যেন্দু দাস এর কাছে ভর্তি করে‌ সেখানে দু’বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছে খুদে খেলোয়ার। প্রতিদিন সকাল বিকাল ৬ থেকে ৭ ঘন্টা নিয়ম করে চলে তার অনুশীলন।

রক্তিম এর মা মৌমিতা দাস জানান, ছেলের এই সাফল্যের জন্য পুরো কৃতিত্বই তার কোচের। কারণ তিনি ছেলেকে যেভাবে গাইড করেন তার জন্যই ছেলে আজ এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে। ছেলে যখন খেলছিল তখন আমার কিছুটা ভয় লাগছিল, কিন্তু যখন গোল্ড পেল সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যায়। স্কুলের শিক্ষাকরাও সাহায্য করেন।

রক্তিম বলে, ক্যারাটে তে আমি গত বছরেও গোল্ড পেয়েছি, এ বছরও গোল্ড পেলাম। আগামী দিনে আরো ভালো করে খেলতে চাই।

রক্তিম এর কোচ দিব্যেন্দু দাস বলেন, রক্তিম গোল্ড পেয়েছে, এটা আমার কাছে খুব গর্বের কারণ ও খুব পরিশ্রম করে, ও যেভাবে খেলে তাতে ওকে খুব একটা বেশি শেখাতে হয় না। প্রথমে জেলা তারপর রাজ্য স্তরে খেলা হয়।রাজ্যে যে প্রথম হয় সেই একমাত্র ন্যাশনালে খেলতে পারে । রক্তিম গতবছরও দিল্লিতে কিও তে গোল্ড মেডেল নিয়েছিল। এ বছর মোট পাঁচ রাউন্ড খেলে গোল্ড মেডেল পেয়েছে।আগামী দিনে ও আরো ভালো করবে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version