Wednesday, August 27, 2025

তৃণমূলই ভাঙবে বামেদের ৩৪ বছরের রেকর্ড, আজীবন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই, দাবি ব্রাত্যর

Date:

তৃণমূল কংগ্রেস রাজ্যে বামেদের ৩৪ বছরের শাসনের রেকর্ড অবলীলায় ভেঙে দেবে—এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার হাওড়ার প্রাথমিক শিক্ষা সংসদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আরও বহু বছর রাজ্যে ক্ষমতায় থাকবে। আজীবন মুখ্যমন্ত্রী থাকবেন তিনিই, যদি না ২০২৯ সালে দিল্লির বৃহৎ দায়িত্ব তাঁকে নিতে হয়।”

শিক্ষামন্ত্রীর কথায়, “তিনি এখনও সম্পূর্ণ ফিট। সারা রাজ্য ঘুরে মানুষের সঙ্গে যুক্ত রয়েছেন। একের পর এক উন্নয়নমূলক কাজ করে সাধারণ মানুষের ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছেন। তাঁর বিকল্প নেই।” একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন, রাজ্যের শিক্ষক মহলও তৃণমূলের পাশেই রয়েছে। বিরোধীরা যতই বিভ্রান্তির চেষ্টা করুক, শিক্ষকেরা জানেন মুখ্যমন্ত্রী তাঁদের পাশে আছেন।

ব্রাত্য বসু জানান, “মামলা মামলার জায়গায় রয়েছে। তাতে শিক্ষাক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। স্নাতক স্তরে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে।” এদিন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন, যদিও নাম উল্লেখ করেননি। তাঁর বক্তব্য, “কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, কিন্তু মানুষ ঠিক বুঝে নিচ্ছেন কে তাঁদের পাশে আছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তৃণমূল কংগ্রেস যে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে দীর্ঘস্থায়ী হতে চলেছে, তা এদিন কার্যত স্পষ্ট করে দেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন – অপারেশন বিহালি: অমরনাথ যাত্রা শুরুর আগেই উধমপুরে নিকেশ জইশ জঙ্গি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version