সাংবাদিক বৈঠক। আর সেখানেই অভিষেক, অভিষেক, অভিষেক, অভিষেক জপে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। আর এই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পোস্ট করে তিনি মোক্ষম খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাকে। ভিডিও পোস্ট করে শুভেন্দুকে কটাক্ষ করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও।
বৃহস্পতিবার সন্ধেয় নিজের এক্স হান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বসে একটানা অভিষেকের নাম জপ করে যাচ্ছেন। ঠিক যেন ‘মহাপুরুষ’ ছবির বিরিঞ্চিবাবার ‘ধূর্জটি মন্ত্র’ জপ! তীব্র কটাক্ষ করে অভিষেক লেখেন, “কলিযুগে ভগবানের নামজপ করা হয়। কিন্তু বিজেপি নেতা বিশ্বাস করে আমার নামজপ হয়তো তাঁকে পরিত্রাণের সুযোগ দেবে কিংবা কয়েকটি আসন বাড়ানো যাবে। তবে এটা কখনই বাংলায় হবে না।”
তবে শুধু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকই নন, শুভেন্দুর ভিডিও পোস্ট করে কটাক্ষ করেছেন তৃণমূলের মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও। নিজের এক্স হ্যান্ডেলে দেবাংশু লেখেন, “তার যদি কেটে যায়, নেমে আসে চাপ; গুরু নাম জপ করো, কমে যদি পাপ!”
আরও পড়ুন – অপারেশন বিহালি: অমরনাথ যাত্রা শুরুর আগেই উধমপুরে নিকেশ জইশ জঙ্গি
_
_
_
_
_
_
_
_
_
_
_