বৃহস্পতিবার ভোর থেকে ছত্তিশগড়ে (Chattishgarh) চলছে গুলির লড়াই। রাজ্যের নারায়ণপুরে মাওবাদী দমন (Maoist) অভিযানে সফল নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর অবুঝমাড় জঙ্গলে সংঘর্ষে নিহত হয়েছে দুই মহিলা মাওবাদী (Two Women Leaders Death)। যদিও তাঁদের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি।
মাওবাদীদের অন্যতম ঘাঁটি হয়ে উঠেছে ছত্তিশগড় ও তেলঙ্গানার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা। এদিন অবুঝমাড়ের গভীর জঙ্গলে তল্লাশি চালানোর সময় জেলা রিজার্ভ গার্ড (DRG) এবং স্পেশাল টাস্ক ফোর্সকে (STF) লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা।পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। বস্তার রেঞ্জের (Bastar Range) আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, এই ঘটনায় দুই মহিলা মাওবাদী নেত্রী নিকেশ হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি ইনসাস রাইফেল সহ বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–