একসঙ্গে ৫ বাঘের মৃত্যু কর্নাটকে (Karnataka)। খাদ্যে বিষক্রিয়ার জেরে একটি প্রাপ্তবয়স্ক বাঘিনী (Tigress) ও তার ৪ শাবকের মৃত্যুতে উদ্বিগ্ন বনকর্মী এবং বন্যপ্রাণী সংরক্ষণবিদরাও। পরিবেশ দফতরের কর্মীদের প্রাথমিক অনুমান, বিষিয়ে যাওয়া মাংস খাওয়ার ফলে এই পরিণতি। পাঁচটি বাঘের এমন অস্বাভাবিক মৃত্যু গোটা রাজ্যের বাঘ সংরক্ষণ নীতির ওপরই বড় প্রশ্ন তুলে দিল।
সূত্রের খবর, একটি পূর্ণবয়স্ক বাঘিনী একটি গরুকে মেরে সেটিকে জঙ্গলের (Jangle) ভিতরে টেনে নিয়ে গিয়ে আংশিক মাংস খায়। এবং বাকিটা খাওয়ার জন্য সেটিকে জঙ্গলের আরও ভিতরে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, বাকি গরুর মাংসে কোনও স্থানীয় বাসিন্দা বিষ মিশিয়ে দেওয়ায় সেই বিষাক্ত মাংস খেয়েই মৃত বাঘিনীর চারটি শাবকও মারা গিয়েছে।
ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন পরবেশমন্ত্রী ঈশ্বর বি খান্দ্রে। জানান ‘বিষয়টি উদ্বেগের। একসঙ্গে পাঁচটি বাঘের মৃত্যু দুঃখজনক। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ মহারাষ্ট্রের পরে কর্নাটক (Karnataka) ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বাঘবহুল রাজ্য। এখানে বর্তমানে বাঘের সংখ্যা ৫৬৩ টি।
আরও খবর: স্পেস স্টেশনে দাঁড়িয়ে থাকা বেশ কঠিন, মাথাটা ভারী লাগছে জানালেন শুভাংশু
–
–
–
–
–
–
–
–
–
–
–