Wednesday, August 20, 2025

কাঁঠাল চুরি করতে গিয়ে মগডালে উঠে বিপত্তি! হাসপাতালে ঠাঁই যুবকের

Date:

গাছে কাঁঠাল দেখে গোঁফে তেল দিয়েছিলেন কি না জানা নেই, তবে লোভে পড়ে উঠে পড়েছিলেন ডালে। আর তাতেই বিপত্তি। গাছ থেকে পড়ে যখম বেঙ্গালুরুর (Bengaluru) যুবক। একটি অভিজাত আবাসনে কাঁঠাল চুরি (jackfruit thief) করতে গিয়ে ‘টারজান স্টাইলে’ গাছে উঠে লাফ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ ফুট উপর থেকে নীচে পড়ে যান তিনি। মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর (Bengaluru) আলি আসকার রোডের পাশে ‘এমবাসি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স’-এ। বৃহস্পতিবার দুপুর নাগাদ আবাসনের নিরাপত্তারক্ষীরা হঠাৎ দেখতে পান, অচেনা এক যুবক কাঁঠালের গাছে উঠে কাঁঠাল পাড়ার চেষ্টা করছেন। তাঁরা বাধা দিলে ওই যুবক আরও উপরে উঠে যান এবং টারজনের মতো এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, তিনি প্রায় ১০ মিনিট গাছের ডালে ঝুলেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তাঁকে নামানোর ব্যবস্থা শুরু করে। নীচে চাদর ধরার আগেই তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। তৎক্ষণাৎ তাঁকে বাউরিং হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম শক্তিভেলু (৩০) এবং তিনি তমিলনাড়ুর বাসিন্দা বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় ভাষা তিনি বোঝেন না। পুলিশ সন্দেহ করছে, তিনি হয়তো মাদকাসক্ত অথবা মানসিক ভারসাম্যহীন। চুরির উদ্দেশ্যেই তিনি গাছে উঠেছিলেন বলে অভিযোগ। ঘটনার পর সংশ্লিষ্ট আবাসনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আরও পড়ুন : মধুসূদনের বাড়ি পুনরুদ্ধারের চেষ্টা ফিরহাদের, বন্ধ ২০বি কার্ল মার্কস সরণির প্রোমোটিংয়ের কাজ

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version