কাঁঠাল চুরি করতে গিয়ে মগডালে উঠে বিপত্তি! হাসপাতালে ঠাঁই যুবকের

Date:

Share post:

গাছে কাঁঠাল দেখে গোঁফে তেল দিয়েছিলেন কি না জানা নেই, তবে লোভে পড়ে উঠে পড়েছিলেন ডালে। আর তাতেই বিপত্তি। গাছ থেকে পড়ে যখম বেঙ্গালুরুর (Bengaluru) যুবক। একটি অভিজাত আবাসনে কাঁঠাল চুরি (jackfruit thief) করতে গিয়ে ‘টারজান স্টাইলে’ গাছে উঠে লাফ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ ফুট উপর থেকে নীচে পড়ে যান তিনি। মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর (Bengaluru) আলি আসকার রোডের পাশে ‘এমবাসি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স’-এ। বৃহস্পতিবার দুপুর নাগাদ আবাসনের নিরাপত্তারক্ষীরা হঠাৎ দেখতে পান, অচেনা এক যুবক কাঁঠালের গাছে উঠে কাঁঠাল পাড়ার চেষ্টা করছেন। তাঁরা বাধা দিলে ওই যুবক আরও উপরে উঠে যান এবং টারজনের মতো এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, তিনি প্রায় ১০ মিনিট গাছের ডালে ঝুলেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তাঁকে নামানোর ব্যবস্থা শুরু করে। নীচে চাদর ধরার আগেই তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। তৎক্ষণাৎ তাঁকে বাউরিং হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, যুবকের মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম শক্তিভেলু (৩০) এবং তিনি তমিলনাড়ুর বাসিন্দা বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় ভাষা তিনি বোঝেন না। পুলিশ সন্দেহ করছে, তিনি হয়তো মাদকাসক্ত অথবা মানসিক ভারসাম্যহীন। চুরির উদ্দেশ্যেই তিনি গাছে উঠেছিলেন বলে অভিযোগ। ঘটনার পর সংশ্লিষ্ট আবাসনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আরও পড়ুন : মধুসূদনের বাড়ি পুনরুদ্ধারের চেষ্টা ফিরহাদের, বন্ধ ২০বি কার্ল মার্কস সরণির প্রোমোটিংয়ের কাজ

spot_img

Related articles

তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ গেল ৩১ জনের, আহত বহু 

তামিলনাড়ুর করুরে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও মহিলা...

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের! তোপ বিরোধীদের

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের। ভোটার তালিকায় দুবার নাম থাকা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছিল...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...