রথযাত্রা (Rathayatra Celebration) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বাংলার ঐতিহ্যময় সকল স্থান সহ দিঘায় পুণ্য রথযাত্রা উৎসবে অংশ নিয়ে উজ্জীবিত হোক সকলের হৃদয়।’ বৃহস্পতিবার দিঘার জগন্নাথ ধামে নেত্র উৎসবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছিলেন।

এদিন জগন্নাথ ভক্তদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

On the auspicious occasion of Rath Yatra, I extend my warmest greetings to all devotees of Lord Jagannath.
In Bengal, this year’s celebration is especially meaningful. Under the visionary leadership of Hon’ble CM Smt. Mamata Banerjee, Digha now proudly houses a newly consecrated…
— Abhishek Banerjee (@abhishekaitc) June 27, 2025
এবছর দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) আয়োজিত রথযাত্রার কথা উল্লেখ করে অভিষেক এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলায়, ‘এই বছরের উদযাপন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে, দিঘা এখন গর্বের সঙ্গে একটি নব-পবিত্র জগন্নাথ ধাম ধারণ করেছে, আগামী কয়েক দশক ধরে যা আধ্যাত্মিক নিদর্শন হিসেবে কাজ করবে।আজ যখন ঐশ্বরিক রথ এগিয়ে চলেছে, তখন এটি প্রতিটি ভক্তের আকাঙ্ক্ষা, প্রতিটি পরিবারের আশা-ঐতিহ্য এবং নির্ভীক চিত্তে নতুন কিছু সৃষ্টি করার সাহস দেখানো বাংলার আত্মাকে বয়ে নিয়ে যাক।

ঝিরঝিরে বৃষ্টি মাথায় নেই দিঘায় ধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। পৌনে বারোটা নাগাদ মন্দির থেকে বের করে রথে অধিষ্ঠান করানো হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে। ভক্তদের ভিড়ের মাঝে রীতি মেনে চলছে আরতি। দুপুরেই রথের রশিতে টান দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

–

–

–

–
–

–

–
–
–
–
–
–
–
–
–