বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার রোনাল্ডো! আল-নাসেরের সঙ্গে বিশাল অংকের চুক্তি মহাতারকার

Date:

Share post:

একদিনে সাড়ে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক! ভাবতে অবাক লাগলেও এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। যে সময় তারকারা ফুটবল (football) থেকে অবসর নেওয়ার কথা ভাবেন, সেই সময়ে পূর্ণ উদ্যমে দৌড়চ্ছেন পর্তুগিজ প্লেয়ার। আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর (Cristiano Ronaldo) নতুন চুক্তিতে শুধু যে কয়েক কোটি টাকার পারিশ্রমিক থাকছে তাই নয়, সঙ্গে মিলছে প্রাইভেট জেট থেকে ক্লাবের মালিকানাও!

২০২৭ সাল পর্যন্ত সৌদি আরবের লিগে খেলবেন সিআর সেভেন (CR 7)। বৃহস্পতিবার আল-নাসেরের সঙ্গে দু’বছরের চুক্তি হয়েছে। হিসেব বলছে, ফুটবলের মহাতারকা এই ক্লাবে জার্সি গায়ে পরে মাসিক পারিশ্রমিকের হিসেবে পাবেন ১৬৭ কোটি টাকা, সপ্তাহে সাড়ে ৩৮ কোটি টাকা। অর্থাৎ প্রতি দিনের হিসেব করলে এই অঙ্কটা প্রায় সাড়ে ৫ কোটি। যদি আরেকটু তলিয়ে ঘণ্টা বা মিনিটের হিসাব করা যায়, তাহলে চোখ কপালে ওঠার জোগাড়। ক্রিশ্চিয়ানো প্রতি ঘণ্টায় আয় করবেন ২৩ লক্ষ টাকা, মিনিটে ৩৮ হাজার এবং প্রতি সেকেন্ডে ৬৩৬ টাকা। অংকটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। পর্তুগালের তারকা প্লেয়ার বোনাস হিসেবে পাবেন প্রথম বছরে ২৮৮ কোটি টাকা, যা দ্বিতীয় বছরে ৪৪৭ কোটি। রোনাল্ডো সমাজমাধ্যমে লেখেন, ‘‘একটি নতুন অধ্যায় শুরু হল। একই আবেগ, একই স্বপ্ন। একসাথে ইতিহাস তৈরি হবে।’’ উল্লেখ্য, ২০২৩ সালে সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই রোনাল্ডো এই অঞ্চলে ফুটবলের আকর্ষণ এবং বাজারমূল্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। চুক্তিতে বাড়তি সুবিধা হিসেবে থাকছে —প্রাইভেট জেট ব্যবহারের সুবিধা, ক্লাবের একটি ১৫ শতাংশের শেয়ার, যার আনুমানিক বাজারমূল্য কয়েকশো কোটি টাকারও বেশি। যদি আল নাসের সৌদি লিগে চ্যাম্পিয়ন হয়, তা হলে রোনাল্ডোর বাড়তি বোনাস হবে ৯৪ কোটি টাকা, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতলে রোনাল্ডো পাবেন ৭৬ কোটি এবং সোনার বুট জিতলে পাবেন ৪৭ কোটি টাকা। নিজে গোল প্রতি আবিন ৯৪ লক্ষ টাকা কাউকে গোল করতে সাহায্য করলে সেক্ষেত্রে অংকটা দাঁড়াবে ৪৭ লক্ষ টাকার। মাঠে বাইরে স্পনসরশিপ বাবদ পাবেন ৭০৫ কোটি টাকা। আরও পড়ুন : কাঁঠাল চুরি করতে গিয়ে মগডালে উঠে বিপত্তি! হাসপাতালে ঠাঁই যুবকের

spot_img

Related articles

বিজয়া দশমীতে শুভেচ্ছার বহর মোদির: ভোটের সমীকরণ!

আগে কবে দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, মনে করা দুষ্কর। যতদূর মনে পড়ে, ২০২০ সালের পর আবার এই...

পাক অধিকৃত কাশ্মীরে চরম উত্তেজনা, পাকসেনার গুলিতে মৃত্যু মিছিল

পাক অধিকৃত কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভের উপর নির্বিচারে গুলিবর্ষণ পাক সেনাবাহিনীর। পাকিস্তানি (Pakistan) সেনার সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ১৪...

এবার উমার বাড়ি ফেরার পালা, দেবী বরণের পরে শুরু বিসর্জন

পাঁচদিনের পুজো শেষে উমা চলেছেন কৈলাসে। মিষ্টি মুখে দিয়ে, পান দিয়ে বরণ করে, সিঁদুর পরিয়ে তাঁকে রওনা করছেন...

গভীর হচ্ছে নিম্নচাপ: কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কমলা সর্তকতা জারি

নবমী পর্যন্ত মোটের উপর আবহাওয়া ভালো থাকলেও, দশমীর সকাল থেকেই হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতো বিক্ষিপ্ত বৃষ্টি...