Thursday, December 25, 2025

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার রোনাল্ডো! আল-নাসেরের সঙ্গে বিশাল অংকের চুক্তি মহাতারকার

Date:

Share post:

একদিনে সাড়ে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক! ভাবতে অবাক লাগলেও এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। যে সময় তারকারা ফুটবল (football) থেকে অবসর নেওয়ার কথা ভাবেন, সেই সময়ে পূর্ণ উদ্যমে দৌড়চ্ছেন পর্তুগিজ প্লেয়ার। আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর (Cristiano Ronaldo) নতুন চুক্তিতে শুধু যে কয়েক কোটি টাকার পারিশ্রমিক থাকছে তাই নয়, সঙ্গে মিলছে প্রাইভেট জেট থেকে ক্লাবের মালিকানাও!

২০২৭ সাল পর্যন্ত সৌদি আরবের লিগে খেলবেন সিআর সেভেন (CR 7)। বৃহস্পতিবার আল-নাসেরের সঙ্গে দু’বছরের চুক্তি হয়েছে। হিসেব বলছে, ফুটবলের মহাতারকা এই ক্লাবে জার্সি গায়ে পরে মাসিক পারিশ্রমিকের হিসেবে পাবেন ১৬৭ কোটি টাকা, সপ্তাহে সাড়ে ৩৮ কোটি টাকা। অর্থাৎ প্রতি দিনের হিসেব করলে এই অঙ্কটা প্রায় সাড়ে ৫ কোটি। যদি আরেকটু তলিয়ে ঘণ্টা বা মিনিটের হিসাব করা যায়, তাহলে চোখ কপালে ওঠার জোগাড়। ক্রিশ্চিয়ানো প্রতি ঘণ্টায় আয় করবেন ২৩ লক্ষ টাকা, মিনিটে ৩৮ হাজার এবং প্রতি সেকেন্ডে ৬৩৬ টাকা। অংকটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। পর্তুগালের তারকা প্লেয়ার বোনাস হিসেবে পাবেন প্রথম বছরে ২৮৮ কোটি টাকা, যা দ্বিতীয় বছরে ৪৪৭ কোটি। রোনাল্ডো সমাজমাধ্যমে লেখেন, ‘‘একটি নতুন অধ্যায় শুরু হল। একই আবেগ, একই স্বপ্ন। একসাথে ইতিহাস তৈরি হবে।’’ উল্লেখ্য, ২০২৩ সালে সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই রোনাল্ডো এই অঞ্চলে ফুটবলের আকর্ষণ এবং বাজারমূল্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। চুক্তিতে বাড়তি সুবিধা হিসেবে থাকছে —প্রাইভেট জেট ব্যবহারের সুবিধা, ক্লাবের একটি ১৫ শতাংশের শেয়ার, যার আনুমানিক বাজারমূল্য কয়েকশো কোটি টাকারও বেশি। যদি আল নাসের সৌদি লিগে চ্যাম্পিয়ন হয়, তা হলে রোনাল্ডোর বাড়তি বোনাস হবে ৯৪ কোটি টাকা, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতলে রোনাল্ডো পাবেন ৭৬ কোটি এবং সোনার বুট জিতলে পাবেন ৪৭ কোটি টাকা। নিজে গোল প্রতি আবিন ৯৪ লক্ষ টাকা কাউকে গোল করতে সাহায্য করলে সেক্ষেত্রে অংকটা দাঁড়াবে ৪৭ লক্ষ টাকার। মাঠে বাইরে স্পনসরশিপ বাবদ পাবেন ৭০৫ কোটি টাকা। আরও পড়ুন : কাঁঠাল চুরি করতে গিয়ে মগডালে উঠে বিপত্তি! হাসপাতালে ঠাঁই যুবকের

spot_img

Related articles

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...

চকচকে ফ্রেমে ফাঁপা কনটেন্ট, হতাশ করল কার্তিক-অনন্যার নতুন বলিউড ছবি 

প্রেমের গল্পে মূল উপাদান প্রেমিক-প্রেমিকার রসায়নের বিশ্বাসযোগ্যতা। কিন্তু গল্পের শুরু থেকেই যদি সেটা 'ভ্যানিশ' হয়ে যায় তাহলে বোধহয়...

বিজেপির গুন্ডাদের হামলায় বাংলার পরিযায়ী শ্রমিক খুন সম্বলপুরে, হত ১, আহত ২

বিজেপি রাজ্যে নৃশংস খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক(Bengal Migrant Workers)। বাংলাদেশি তকমা দিয়ে বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের উপর...