Friday, November 14, 2025

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার রোনাল্ডো! আল-নাসেরের সঙ্গে বিশাল অংকের চুক্তি মহাতারকার

Date:

Share post:

একদিনে সাড়ে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক! ভাবতে অবাক লাগলেও এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। যে সময় তারকারা ফুটবল (football) থেকে অবসর নেওয়ার কথা ভাবেন, সেই সময়ে পূর্ণ উদ্যমে দৌড়চ্ছেন পর্তুগিজ প্লেয়ার। আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর (Cristiano Ronaldo) নতুন চুক্তিতে শুধু যে কয়েক কোটি টাকার পারিশ্রমিক থাকছে তাই নয়, সঙ্গে মিলছে প্রাইভেট জেট থেকে ক্লাবের মালিকানাও!

২০২৭ সাল পর্যন্ত সৌদি আরবের লিগে খেলবেন সিআর সেভেন (CR 7)। বৃহস্পতিবার আল-নাসেরের সঙ্গে দু’বছরের চুক্তি হয়েছে। হিসেব বলছে, ফুটবলের মহাতারকা এই ক্লাবে জার্সি গায়ে পরে মাসিক পারিশ্রমিকের হিসেবে পাবেন ১৬৭ কোটি টাকা, সপ্তাহে সাড়ে ৩৮ কোটি টাকা। অর্থাৎ প্রতি দিনের হিসেব করলে এই অঙ্কটা প্রায় সাড়ে ৫ কোটি। যদি আরেকটু তলিয়ে ঘণ্টা বা মিনিটের হিসাব করা যায়, তাহলে চোখ কপালে ওঠার জোগাড়। ক্রিশ্চিয়ানো প্রতি ঘণ্টায় আয় করবেন ২৩ লক্ষ টাকা, মিনিটে ৩৮ হাজার এবং প্রতি সেকেন্ডে ৬৩৬ টাকা। অংকটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। পর্তুগালের তারকা প্লেয়ার বোনাস হিসেবে পাবেন প্রথম বছরে ২৮৮ কোটি টাকা, যা দ্বিতীয় বছরে ৪৪৭ কোটি। রোনাল্ডো সমাজমাধ্যমে লেখেন, ‘‘একটি নতুন অধ্যায় শুরু হল। একই আবেগ, একই স্বপ্ন। একসাথে ইতিহাস তৈরি হবে।’’ উল্লেখ্য, ২০২৩ সালে সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই রোনাল্ডো এই অঞ্চলে ফুটবলের আকর্ষণ এবং বাজারমূল্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। চুক্তিতে বাড়তি সুবিধা হিসেবে থাকছে —প্রাইভেট জেট ব্যবহারের সুবিধা, ক্লাবের একটি ১৫ শতাংশের শেয়ার, যার আনুমানিক বাজারমূল্য কয়েকশো কোটি টাকারও বেশি। যদি আল নাসের সৌদি লিগে চ্যাম্পিয়ন হয়, তা হলে রোনাল্ডোর বাড়তি বোনাস হবে ৯৪ কোটি টাকা, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতলে রোনাল্ডো পাবেন ৭৬ কোটি এবং সোনার বুট জিতলে পাবেন ৪৭ কোটি টাকা। নিজে গোল প্রতি আবিন ৯৪ লক্ষ টাকা কাউকে গোল করতে সাহায্য করলে সেক্ষেত্রে অংকটা দাঁড়াবে ৪৭ লক্ষ টাকার। মাঠে বাইরে স্পনসরশিপ বাবদ পাবেন ৭০৫ কোটি টাকা। আরও পড়ুন : কাঁঠাল চুরি করতে গিয়ে মগডালে উঠে বিপত্তি! হাসপাতালে ঠাঁই যুবকের

spot_img

Related articles

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...