Tuesday, November 4, 2025

নাম ছিল না সামান্য পদেও: আইন কলেজ অভিযুক্তকে নিয়ে দাবি তৃণাঙ্কুরের

Date:

শিক্ষা থেকে নিয়োগ, সামাজিক ব্যধি – সবেতেই রাজনীতি করে মূল অপরাধকে ধামাচাপা দেওয়ার রাজনীতি বাংলার প্রতিটি বিরোধী দলের রীতি হয়ে দাঁড়িয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেস যে কোনও অন্যায়েই আইনের পথেই সমাধানের পথে গিয়েছে। কসবার আইন কলেজের (law college) গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধেও সমান আইনি পথে রাজ্যের প্রশাসন। সেই পরিস্থিতিতে তার রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করল শাসকদল।

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়ে দিলেন, অনেক আগের সরানো হয়েছিল মূল অভিযুক্তকে। এই কুৎসিত ঘটনার নিন্দা করে তৃণাঙ্কুর বলেন, গোটা ঘটনায় নির্যাতিতার পাশে থাকা ও অভিযুক্তদের শাস্তিই একমাত্র দাবি হওয়া উচিত। কিন্তু এই নিয়ে দল, মুখ্যমন্ত্রী ও টিএমসিপিকে কালিমালিপ্ত করতে ব্যস্ত অনেকে। তথ্য পেশ করে তিনি এর জবাবও দেন। বলেন, ওই কলেজে কয়েক বছর ধরে টিএমসিপি-র কোনও ইউনিট নেই।

সেই সঙ্গে তৃণাঙ্কুর ব্যাখ্যা করেন, ২০১৯ সালে ছাত্রাবস্থায় ওই ছেলেটি জেলা কমিটির সামান্য পদে ছিল। ২০২২ সালে তৈরি জেলা কমিটিতে তার নাম ছিল না। ২০২৩ সালে যে জেলা কমিটি তৈরি হয়েছিল তাতেও সে ছিল না। ছেলেটি তৃণমূল করে, না সিপিএম করে, না বিজেপি করে, সেটা প্রশ্ন নয়, সে একজন ধর্ষক— এভাবেই তার বিচার করতে হবে, শাস্তি দিতে হবে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version