Wednesday, November 5, 2025

ঘোলা জলে রাজনীতি! তমন্নার বাড়িতে সুকান্ত, মা-বাবার বয়ান রেকর্ড পুলিশের

Date:

Share post:

উন্নাও-হাথরসে যাননি। নিদেনপক্ষে কার্তিক মহারাজের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করা মহিলার সঙ্গেও দেখা করার সময় পাননি বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder)। তবে, শুক্রবার নদিয়ার কালীগঞ্জে (Kaliganj) মৃত নাবালিকা তমন্না খাতুনের বাড়ি গিয়ে ঘোলা জলে রাজনীতি করতে নেমে পড়লেন তিনি। ঘটনার পরেই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ-প্রশাসনও তৎপর হয়ে একের পর এক গ্রেফতার করে চলেছে। চলছে তদন্তও। তারপরেও গ্রেফতারের দাবি তুলে বালিকার মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। এদিকে, এদিন মৃতার বাবা এবং মায়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেইসঙ্গে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়াও চলছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ঠিক কী ঘটেছিল? হামলার সময় যারা ছিল তাদের মধ্যে চেনা কারা? তমন্নার মায়ের কাছে এই দুটি প্রশ্ন খুঁটিয়ে জানতে চান তদন্তকারীরা। অপরিচিতদের বিবরণও জানতে চাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এদিন বিকেলে তমন্নার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি। প্রায় আধঘণ্টা ছিলেন সুকান্ত (Sukanta Mujumder)। তমন্নার মায়ের অভিযোগ, তাঁদের বাড়ি নিশানা করেই বোমা ছোড়া হয়েছিল। আগে সিপিএম (CPIM) করেন বলে দাবি করলেও এদিন তমন্নার মা সাবিনা খাতুন জানান, “আমরা রাজনীতির সঙ্গে যুক্ত নই।’’ তার অভিযোগ, তাঁদের বাড়ির লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। যিনি ছুড়েছেন, তাঁর মেয়ের বন্ধু ছিল তমন্না।

তমন্নার পরিবারের সঙ্গে দেখা করার ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় ঘটা করে পোস্ট করেছেন সুকান্ত। অথচ শুক্রবার সকালে তিনিই সংবাদমাধ্যমে দাবি করেন, তিনি যাচ্ছেন শুনে পরিবারকে নাকি অন্যত্র সরিয়ে দিয়েছে পুলিশ। বাস্তবে বাড়ি গিয়ে সাবিনা-সহ পরিবারের অন্যান্য সদস্যদের বাড়িতেই দেখা পান বিজেপির রাজ্য সভাপতি।

তবে সুকান্তর যাওয়াতে ভরসা নেই মৃতার পরিবারের। তমন্নার মা জানান, ‘‘আমি আগে চাই আমার মেয়ের খুনিদের শাস্তি হোক। তমন্নার জন্য দোয়া করতে যে কেউ আসতে পারেন।’’
আরও খবর: প্রতারণা করে গর্ভপাতে চাপ! কার্তিক মহারাজের গ্রেফতারির দাবি তৃণমূলের

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...