শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের ঘটনায় সব থেকে বেশি মুখ পড়েছে বাংলার শিক্ষা দফতরের (Education Department)। কোনওভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অমানবিক ঘটনাকে প্রশ্রয় দেওয়া হবে না, স্পষ্ট করে দিয়েছে ডিরেক্টরেট অফ পাবলিক ইন্সট্রাক্ট (DPI)। দ্রুত কলেজের গভর্নিং বডির বৈঠক (GB meeting) ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)।
কসবার আইন কলেজের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার তিন অভিযুক্ত। কলকাতা পুলিশ ঘটনার প্রয়োজনীয় সব ধরনের তদন্ত চালিয়ে যাচ্ছে, জানানো হয় ডিপিআই-এর (DPI) তরফে। তবে কোনোভাবেই ঘটনাকে হালকা ভাবে দেখতে রাজি নয় রাজ্য শিক্ষা দফতর। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বিস্ময় প্রকাশ করে ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাক্ট। সেই সঙ্গে শিক্ষা মন্ত্রী প্রতিক্রিয়া দেন, এই অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা মর্মাহত।
ডিপিআই-এর (DPI) তরফে নির্দেশিকায় বলা হয়, আইন কলেজের ভাইস প্রিন্সিপালকে (vice principal) অবিলম্বে গভর্নিং বডির বৈঠক (GB meeting) ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই বৈঠকে খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে কোনও ফাঁক ছিল কিনা, সেই বিষয়ে। সেই সঙ্গে সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে আর কী পদক্ষেপ নেওয়া দরকার, তার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–