Wednesday, January 14, 2026

সৌরভকে কোচ হিসাবে দেখতে চান ক্রীড়ামন্ত্রী, জমকালো উদ্বোধন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের বইয়ের

Date:

Share post:

প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের অটো বায়োগ্রাফি উদ্বোধন। সেই মঞ্চেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কাছে বিশেষ আবদার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas)। সব ভূমিকাতেই সৌরভকে দেখা গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাঁকে কোচের ভূমিকায় দেখা যায়নি। এবার ভারতের প্রাক্তন অধিনায়ককে সেই ভূমিকাতেই দেখতে চান অরূপ বিশ্বাস। উত্তরও দিলেন সৌরভ (Sourav Ganguly)।

শনিবার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের বই উন্মোচন ঘিরে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং দমকল মন্ত্রী সুজিত বসুও। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের খেলাধূলার সময়ের কথাই উঠে আসে সকলের মুখে। প্রশান্ত বন্দ্যোপাধ্যায় নিজে যেমন আপ্লুত। তেমনই তাঁর এই বই নিয়ে সকলের মুখেই নানান কথা। নানান স্মৃতিচারণাই শোনা গেল সৌরভ থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর মুখেও।

এদিন অরূপ বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায়, “সুজিত বসুদের হাত দিয়েই উদ্বোধন হয় সেই অটো বায়োগ্রাফি। সেই মঞ্চেই সৌরভের কাছে বিশেষ আবদার অরূপের। তিনি বলেন, সৌরভকে মাঠে খেলতে দেখেছি। বারবার বোলারদের মাঠের বাইরে ফেলতে দেখেছি। অধিনায়ক হিসাবেও দেখেছি। তাঁকে ক্রিকেটের প্রশাসক হিসাবেও সর্বোচ্চ মঞ্চে দেখেছি। একটাই প্রশ্ন, ভারতীয় দলের প্রশিক্ষক হিসাবে কবে দেখতে পাব”।

তাঁর প্রশ্নের উত্তরও দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, “কোচ হিসাবে জানি না। তবে একটা কথা বলছি ইচ্ছে আছে। কবে হবে তা জানি না। সময় আছে। বয়স আছে। তবে খেলা, প্রশাসন এবং কোচ, এই তিনটের মধ্যে যদি কোনও কিছু বাছতে বলেন তবে সেটা হল খেলা”।

কয়েকদিন আগেও এই একই কথা শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

থাইল্যান্ডে রেল দুর্ঘটনা, ক্রেন ভেঙে লাইনচ্যুত ট্রেন! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

থাইল্যান্ডে বুধবার নির্মীয়মান হাই-স্পিড রেল লাইনের একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ে, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত...

হায়দরাবাদের জনবহুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ!

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হায়দরাবাদের কুকাটপল্লির রাজীব গান্ধী নগর। মঙ্গলবার রাতে একটি অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের...

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...