Wednesday, January 14, 2026

ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ দেবে না কেন্দ্র, টাকা দিচ্ছে রাজ্য: বিচার করুন, বাসিন্দাদের বললেন মানস

Date:

Share post:

ঘাটাল মাস্টার প্ল্যান খাতে কেন্দ্র কোনও টাকাই দেবে না বাংলাকে। বরাবর বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মোদি সরকার। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের সেচ মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া (Manas Bhuniya)। কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী! তাই তারা ঘাটাল মাস্টারপ্ল্যানের টাকা আটকে রাখছে।

প্রত্যেক বছর নিয়ম করে বর্ষা আসলেই বৃষ্টির জলে প্লাবিত হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় চাষযোগ্য জমি ও সাধারণ মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট। কিন্তু ঘাটালে তৈরি হোক ‘মাস্টারপ্ল্যান’- দীর্ঘ কয়েক দশকের দাবি। এ নিয়ে কেন্দ্রীয় সরকার ‘মাস্টারপ্ল্যান’ (Master Plan) তৈরির উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত অর্থ বরাদ্দ করছে না, অভিযোগ রাজ্য সরকারের। ইতিমধ্যেই রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। যার মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাথমিক কাজ শুরু করার জন্য ৫০০ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে সেচ দফতরকে। সেই মতোই শুরু হয়ে গিয়েছে সুইলি’স গেট বসানোর কাজ।

রাজ্যের সেচমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার বাংলা বিরোধী। তাই তারা ঘাটাল মাস্টারপ্ল্যানের টাকা আটকে রাখছে। আর রাজ্যের বিজেপি নেতারা বলছে, ঘাটাল মাস্টার প্ল্যান নাকি আমরা করতে চাইছি না। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে- এমনই অভিযোগ করেন সেচমন্ত্রী। মানস বলেন, ঘাটালের মানুষ সঠিক বিচার করুন, কাদের সঙ্গে আপনারা থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার রাজ্যের কোষাগার থেকে অর্থ বরাদ্দ করে কাজ শুরু করে দিয়েছেন“।
আরও খবরঘুরপথে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত! দিল্লিতে সরব তৃণমূল

মানস (Manas Bhuniya) আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, “ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য কোনও টাকা দেওয়া হবে না। এটাই যদি হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী দেড় হাজার কোটি টাকায় ঘাটাল ‘মাস্টার প্ল্যান’ তৈরি করবে। বিভিন্ন প্রকল্পের জন্য ঋণ নিতে গেলে কেন্দ্রীয় অনুমোদন লাগে, সে ক্ষেত্রেও কেন্দ্র সাহায্য করছে না। আমরা তো কাজ করতে চাই, ওরা কাজ করতে দেয় না।“

spot_img

Related articles

জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বাংলার মেয়ের মাথায়!

জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Junior Miss India Competition) একাধিক বিভাগে সাফল্য এনে আবারও দেশের দরবারে বাংলার মুখ উজ্জ্বল...

আদালতে জোর ধাক্কা শুভেন্দুদের! মিলল না নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি

ফের কলকাতা হাই কোর্টে (Caltutta High Court) জোর ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার,...

পাঁচ বছর পর শীর্ষে কোহলি, টপকে গেলেন রোহিতকে

টি২০ আন্তজার্তিক এবং টেস্ট থেকে অবসর নিলেও বিরাট কোহলি ( Virat Kohli )চুটিয়ে খেলছেন একদিনের ক্রিকেট।পাঁচ বছর আবার...

বাংলাদেশে নির্বাচন-গণভোট চায় না আওয়ামী লিগ! আটকানোর রূপরেখা নির্ধারণে নেতৃত্ব

২০২৪-এর আগাস্টের পর থেকে তদারকি সরকার চলছে বাংলাদেশে (Bangladesh)। সেই সরকারের প্রধান মহম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে বলেছিলেন ৩...