Monday, November 3, 2025

প্রশাসনিক অব্যবস্থা! ভিড়ের ঠেলায় পুরীতে রথের দিন মাসিরবাড়ি পৌঁছতেই পারল না বলরাম-সুভদ্রা-জগন্নাথের রথ

Date:

অব্যবস্থা। প্রশাসন ভিড় সামলাতে না পারায় পুরীতে (Puri) রথের দিন মাসিরবাড়ি পৌঁছতেই পারল না বলরাম-সুভদ্রা-জগন্নাথের রথ (Rath)। শুক্রবার, ব্যারিকেডের মধ্যে ভক্তদের ঢুকে পড়ায় শ্লথ হয়ে যায় গতি। ফলে প্রথম দিনে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে পৌঁছয়নি রথ। শনিবার দ্বিতীয় দিনে ফের শুরু হয়েছে যাত্রা। পৌঁছেছে বলরামের রথ। সবার শেষে পৌঁছবে জগন্নাথের রথ নন্দীঘোষ।

রীতি মেনে শুক্রবার পুরীতে রথযাত্রার সূচনা হয়। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটারের কাছাকাছি। সবার প্রথমে ছিল বলরামের রথ তালধ্বজ। মাঝে সুভদ্রার রথ দর্পদলন। সবার শেষে ছিল জগন্নাথের নন্দীঘোষ। ব্যাপক ভিড় ও অব্যবস্থার কারণে মাসির বাড়িতে পৌঁছতেই পারেনি একটিও রথ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বলরামের রথ টেনে নিয়ে যাওয়ার সময় অসংখ্য হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের চাপে রাস্তায় পড়ে যান অন্তত পাঁচশোর বেশি ভক্ত। রীতিমতো পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, তার মধ্যে ৮-৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

কারণ রীতি অনুসারে, সূর্য ডুবে যাওয়ার পরে আর রথ (Rath) টানা যায় না। সেই মতো সন্ধে নামতে যাত্রা বন্ধ করতে হয়। শনিবার ফের রথটানা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাসির বাড়িতে পৌঁছেয়ে বলরাম ও সুভদ্রা রথ। এখন রাস্তায় জগন্নাথদেব। রথের রশিতে টানের সময় চরম বিশৃঙ্খলা।

এর কারণ প্রশাসনিক গাফিলতি বলেই অভিযোগ। কারণ, মাঝপথে বলরামের রথ আটকে যেতেই ব্যারিকেডের মধ্যে ঢুকে পড়েন ভক্তরা। তাতে আরও গোলমাল পাকিয়ে যায়। আটকে পড়েন তিন ভাই-বোন। সূর্য ডোবায় বন্ধ হয় যাত্রা। সারারাত রথেই থাকেন তাঁরা। সকালে শুরু হয়েছে যাত্রা। এই কাণ্ডের জন্য পুরীর প্রশাসনকেই দুষছেন সেবায়েতরা। ঠিকমতো ব্যবস্থা করা হয়নি বলেই এই কাণ্ড বলে অভিযোগ তাঁদের।
আরও খবর: শিয়ালদহ- দমদমের মাঝে ব্রিজের গার্ডার বদল, রেলের কাজের জেরে বাতিল ২৭ ট্রেন!

চলতি বছর প্রথমবার দিঘায় রথযাত্রার আয়োজন করা হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় মূল মন্দির থেকে সুশৃঙ্খলভাবে মাসির বাড়ি গেল তিন দেবতার রথ। কয়েক লক্ষ মানুষের ভিড়েও কোথাও এতটুকু বিশৃঙ্খলা দেখা গেল না। উপরন্ত নির্বিঘ্নে সকলে রথের রশিও স্পর্শ করতে পেরেছেন। সেখানে এত যুগ ধরে পুরীতে ঐতিহ্যবাহী রথযাত্রা পরিচালনা করেও ভক্তদের উন্মাদনা ও ভিড় সামলাতে ব্যর্থ শ্রীক্ষেত্রের সরকার ও প্রশাসন।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version