ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ সন্দীপ নন্দী

Date:

Share post:

ইস্টবেঙ্গলে (Eastbengal) অস্কার ব্রুজোঁর সহযোগী এবার এক বাঙালি। আসন্ন মরসুমের আগে ফের লাল-হলুদ জার্সিতে প্রত্যাবর্তন সন্দীপ নন্দীর। ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ হলেন সন্দীপ নন্দী (Sandip Nandy)। দলকে ঘুরে দাঁড় করাতে এবার মরিয়া লাল-হলুদ ম্যানেজমেন্ট। সেখানেই এবার গোলকিপারদের আরও দক্ষ করে তুলতে ইস্টবেঙ্গলের ভরসা সন্দীর নন্দী (Sandip Nandy)।

লাল-হলুদ জার্সিতে গোলের নীচে বহু সাফল্য রয়েছে সন্দীপ নন্দীর। এবার ইস্টবেঙ্গলের (Eastbengal) জার্সিতেই তিনি প্রশিক্ষক হিসাবে মাঠে নামবেন। দলকে সাফল্য এনে দিতে মরিয়া সন্দীপ নন্দীও। তাঁর নাম এখনও পর্যন্ত সরকারীভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু সন্দীপ নন্দীকে (Sandip Nandy) নেওয়াটা কার্যত পাকা করে ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

ইস্টবেঙ্গলের হয়ে আশীয়ান জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সন্দীপ নন্দী। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের অবস্থা খুব একটা ভালো নয়। সমালোচনায় জেরবার তারা। সেই সময়ই লাল-হলুদে প্রত্যাবর্তন এই আশিয়ান জয়ীর। সন্দীপ নন্দীকে গোলকিপার কোচ হিসাবে দেখে সকলেই বেশ উচ্ছ্বসিত।

বর্ধমানের সন্দীপ নন্দী একসময় স্ট্রাইকার হতে চেয়েছিলেন। কিন্তু কোচ গৌতম সরকারের কথায় হয়েছিলেন গোলকিপার। সেই থেকেই ঘুরে গিয়েছিল জীবনের মোড়। ইস্টবেঙ্গল, মোহনবাগান হয়ে দেশের জার্সিত চূড়ান্ত সফল হয়ছেন। কোচ হিসাবেও কিন্তু কাজ করার অভিজ্ঞতা রয়েছে সন্দীপ নন্দীর। আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে কাজ করেছেন। এছাড়াও কাজ করেছেন রাজস্থান ইউনাইটেড, মহমেডান সহ ডায়মন্ডহারবার এফসিতে। এবার সেই সন্দীপ নন্দীই ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ।

দেশের জার্সিতে খেলেছিলেন ৫৪টি ম্যাচ। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে আইলিগ, জাতীয় লিগ। কিন্তু আইএসএল এখনও পর্যন্ত জিততে পারেননি। ইস্টবেঙ্গলের জার্সিতে সন্দীপ নন্দীর প্রশিক্ষক হিসাবে সেই স্বপ্নও পূরণ হয় কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

ঘরের মাঠে বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করাই লক্ষ্য হরমনপ্রীতের

পুজোর মরশুমে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় মহিলা দল।...

আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

মোহনবাগানের (Mohun Bagan)  ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল অব্যাহত। আগামী সোমবার এসিএল দুইয়ের (ACL 2) দ্বিতীয় ম্যাচে ইরানে...

ব্যাটিংয়ে অভিষেক নির্ভরতা থেকে সূর্যের রান খরা, ফাইনালের আগে চিন্তার একাধিক কারণ

রবিবার এশিয়া কাপের (Asia Cup) মেগা ফাইনাল।  শুক্রবার ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচের আগেই  ফাইনালের দুই দল নিশ্চিত...