ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগেই ভারতীয় দলের নেটে নতুন স্পিনার। আর তাতেই সকলে হতবাক। হঠাত্ই ভারতীয় দলের অনুশীলনে হাজির হরপ্রীত ব্রার (Harpreet Brar)। সেইসঙ্গেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কী তিনিও ভারতীয় দলে ডাক পেলেন। না এমন কিছু নয়। তেন হরপ্রীত ব্রার (Harpreet Brar) ভারতীয় দলের অনুশীলনে গিয়েছিলেন, সেটা নিজেই জানালেন এই তরুণ স্পিনার।

তাঁকে কোচ কিংবা নির্বাচকরা কেউ ডাকেনি। অধিনা.ক শুভমন গিলের (Shubman Gill) ডাকেই নাকি এসেছেন ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করতে। কারণ হরপ্রীত ব্রাররে স্ত্রী থাকেন ইংল্যান্ডে। সেই সুবাদেই ইংল্যান্ডে গিয়েছেন তিনি। এমন খবর পাও.য়ার পরই তাঁণকে প্রস্তুতিতে ডেকে নেনে শুভমন গিল। এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন পঞ্জাবের এই তরুণ স্পিনার। তাঁর বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা প্রস্তুতি সারতে পারলে যে তাদের পক্ষেই ভালো তা বলার অপেক্ষা রাখে না।

সেই মতোই হরপ্রীত ব্রারের স্পিনের বিরুদ্ধেও চলছে ভারতের প্রস্তুতি। প্রথম ম্যাচে ভারতের লোয়ার অর্ডার একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। সেদিকেও নজর রয়েছে টিম ইন্ডিয়ার। এই মুহূর্তে জোরকদমে চলছে ভারতের প্রস্তুতি। ভারত ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–