চাকরি দুর্নীতিতে নাম জড়ালো বিজেপির। দলেরই নেত্রীকে চাকরির টোপ দিয়ে এবার পুলিশের হাতে গ্রেফতার বিজেপির সংখ্যালঘু কমিটির চেয়ারম্যান। উত্তর চব্বিশ পরগণার নেত্রীর অভিযোগের ভিত্তিতে হাওড়ার বিজেপি নেতাকে গ্রেফতার (BJP leader arrested) করল হাওড়া পুলিশ। যে বিজেপির রাজ্য নেতারা বাংলায় দুর্নীতির অভিযোগ নিয়ে রাজনীতির চেষ্টা চালিয়ে যায়, সেই বিজেপির নেতারা কীভাবে লোক ঠকানোর কাজ চালিয়ে যাচ্ছে, এই ঘটনায় তা প্রমাণিত।
উত্তর চব্বিশ পরগণার আমডাঙার (Amdanga) বাসিন্দা এক বিজেপি নেত্রী অভিযোগ করেন, বিজেপি নেতা হরিওম বাল্মিকী তাঁকে বিমান বন্দরে চাকরির প্রতিশ্রুতি দেন। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তার জেরে দফায় দফায় লক্ষাধিক টাকা দাবি করেন তিনি। বিজেপি নেত্রী সেই টোপে পা দিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকা দেন তাঁকে। শেষ পর্যন্ত চাকরি না পাওয়ায় বিজেপি নেতা (BJP leader) হরিওমকে চাপ দিতেই হুমকি দিতে থাকেন তিনি।
আরও পড়ুন: কার্তিকের অভিযোগকারিনীর উত্তর দিন: ধর্ষণে ‘সরব’ কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা তৃণমূল
বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন বিজেপি নেত্রী। আমডাঙা থানায় (Amdanga police station) অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হাওড়ার সাঁকরাইলের নেতা হরিওমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। রবিবারই তাকে বারাসাত আদালতে তোলা হয়। বিজেপি নেত্রী দাবি করেন, দলের নেতা হওয়াতেই ভরসা করে চাকরির আশায় টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু চাকরি না পাওয়ায় টাকা ফেরৎ চাইতেই হুমকির মুখে পড়তে হয় তাঁকে।
–
–
–
–
–
–
–
–
–
–