প্রকৃতির রোষানলে উত্তরাখন্ড (Uttarakhand Disaster)।উত্তরকাশী জেলার বারকোট তহশিলের পলিগাড়-সিলাইব্যান্ড এলাকায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির (Excessive Rain) জেরে বিপর্যয়। প্রবল জলধারায় মধ্যরাতে ভেঙে পড়ল নির্মীয়মান হোটেল। অন্তত ন’জন শ্রমিকের নিখোঁজ থাকার খবর মিলেছে। প্রবল বৃষ্টির জেরে ক্রমাগত ধস নামতে থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিল্ডিংয়ের নীচে কেউ আটকে আছেন কিনা তা জানার চেষ্টা চলছে।
শনিবার থেকে উত্তরাখন্ডে বৃষ্টির বেগ বাড়ায় বিভিন্ন জায়গায় ধস নেমে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। পলিগাড়-সিলাইব্যান্ড এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। টানা বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ-মুনকটিয়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বদ্রীনাথ–ঋষিকেশ জাতীয় সড়কে ধস নামায় সাময়িকভাবে বন্ধ হয় কেদারনাথ যাত্রা। রবিবার ও সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে অতিভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন (IMD)। পরিস্থিতির গুরুত্ব মাথায় রেখে আপাতত চারধাম যাত্রা স্থগিত রাখার ঘোষণা করেছে প্রশাসন।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–