ফের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এক নৌ-সেনা কর্মীর (Navy personnel) বিরুদ্ধে চাঞ্চল্যকর ধর্ষণের অভিযোগ। তরুণীর অভিযোগ, বিগত চার বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে শারীরিক ও মানসিকভাবে শোষণ করেছেন অভিযুক্ত। তরুণী জানিয়েছেন, অভিযুক্ত যুবক তাঁর দাদার বন্ধু। দাদার অবর্তমানে মাঝেমধ্যে বাড়িতে যাতায়াত করতো। ধীরে ধীরে দাদার বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর, এবং অভিযুক্ত তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দেন। ভরসা করে তরুণী তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হন। শুধু তাই নয়, একপর্যায়ে তরুণীকে একটি হোটেলে ডেকে জুসে মাদক মিশিয়ে অচেতন করে তাঁর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। তরুণীর অভিযোগ সেই দৃশ্য মোবাইলে রেকর্ড করে, ওই ভিডিও ও ছবি দেখিয়ে বারবার ব্ল্যাকমেল করেন ওই যুবক।
তরুণী পুলিশে অভিযোগ দায়ের করলে নৌসেনা কর্মীর (Navy personnel) বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেল এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু হয়। স্বরুপ নগরের এসিপি ইন্দ্রপ্রকাশ সিং জানিয়েছেন যে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত নৌ বাহিনীর কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ উঠছে, এত বড় অপরাধ সত্ত্বেও প্রশাসন প্রথমে তেমন তৎপরতা দেখায়নি। তরুণীর পরিবার জানিয়েছে, পুলিশের কাছ থেকে প্রথমে সহযোগিতা মেলেনি। একাধিকবার থানার দ্বারস্থ হওয়ার পর অবশেষে অভিযোগ গ্রহণ করেছে পুলিশ। এই ঘটনার পর ফের একবার প্রশ্ন উঠছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে নারীরা কতটা নিরাপদ? হাথরাস, উন্নাও থেকে শুরু করে এখন কানপুর—একটির পর একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অথচ প্রশাসনের ভূমিকা প্রতিবারই প্রশ্নবিদ্ধ। আরও পড়ুন : নর্দমা থেকে যুবকের দেহ উদ্ধার, রহস্যভেদে ‘স্ত্রী’র কীর্তি ফাঁস

–

–

–

–

–

–

–

–

–

–
–
–
–