বিদ্যালয় স্তরের তিনটি বিভাগেই সুব্রত কাপ (Subrata Cup) ফুটবলে রাজ্যস্তরে খেলার সুযোগ পেল মালদহের হাতিমারি উচ্চ বিদ্যালয় (Hatimari Higher Secondary School)। অনূর্ধ্ব ১৭ পুরুষ ও মহিলা উভয় বিভাগ এবং অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে রাজ্য স্তরের খেলায় সুযোগ পায় হাতিমারি উচ্চ বিদ্যালয়।অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে গাজলের হাতিমারি উচ্চ বিদ্যালয় হরিশ্চন্দ্রপুরের পিপলা হাই স্কুলকে ৭-০ গোলে পরাজিত করে রাজ্য স্তরে খেলার যোগ্যতা অর্জন করল। অনূর্ধ্ব ১৭ মহিলাদের বিভাগে চূড়ান্ত পর্যায়ের খেলায় গাজলের হাতিমারি উচ্চ বিদ্যালয় হরিশ্চন্দ্রপুরের পিপলা হাই স্কুল কে ৫-০ গোলে হারাল।
পাশাপাশি অনূর্ধ্ব ১৭ বালক বিভাগেও গাজলের হাতিমারি উচ্চ বিদ্যালয় সাদলীচক হাই স্কুল কে ৩-০ গোলে পরাজিত করেছে।প্রসঙ্গত সুব্রত কাপ (Subrata Cup) খেলা শুরু হচ্ছে আগামী ২ জুলাই থেকে।
অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের রাজ্য পর্যায়ের ক্লাস্টার ডি খেলা মালদহে অনুষ্ঠিত হচ্ছে।মালদহ জেলা দল আলিপুরদুয়ারের বিরুদ্ধে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে ৩ জুলাই।অনূর্ধ্ব ১৭ বালিকাদের খেলা হচ্ছে আলিপুরদুয়ারে।বাকি খেলা অনুষ্ঠিত হবে জলপাইগুড়িতে।
হাতিমারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপু পোদ্দার জানান,৩ জুলাই থেকে সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে।তিনটি গ্রুপে সুব্রত কাপে হাতিমারি উচ্চ বিদ্যালয় সুযোগ পেয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–