Thursday, August 28, 2025

স্থিতিশীল হলেও কাটছে না উদ্বেগ! এখনও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সাংসদ সৌগত রায় 

Date:

শারীরিক অবস্থার এখনও তেমন কোনও পরিবর্তন হয়নি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। রয়েছে তন্দ্রাভাব। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আছেন বলে জানাচ্ছে হাসপাতাল সূত্র। প্রসঙ্গত, গত রবিবার মিন্টো পার্ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর থেকেই হাসপাতাল থেকে নিয়মিত মেডিকেল বুলেটিন প্রকাশ করা হচ্ছে। সোমবার প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, সৌগত রায় এখনও জ্বরগ্রস্ত, তাঁকে রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে, এবং ইউরিনারি ক্যাথেটার ব্যবহার করা হচ্ছে। তরল ও নরম খাবার খাওয়ানো হচ্ছে সাময়িকভাবে।

সৌগত রায়ের দীর্ঘদিন ধরেই টাইপ-টু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এবং সর্দি-কাশির সমস্যা রয়েছে। কয়েক মাস আগেই তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছিল। বর্তমানে প্রস্রাবজনিত সমস্যাও দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। তাঁর চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন ডাঃ মনোজ সাহা। গত সপ্তাহে ভর্তি হওয়ার পর তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়, যদিও তাতে গুরুতর কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি। তবে বয়স ও বিদ্যমান রোগের কথা মাথায় রেখে চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

প্রসঙ্গত, চলতি বছরেই এটি তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণ কলকাতার সাংসদ। প্রথমবার অসুস্থ হন দিল্লিতে লোকসভা চলাকালীন সময়। এরপর এপ্রিলে আড়িয়াদহে এক মন্দির উদ্বোধনের সময় ফের অসুস্থ হয়ে পড়েন এবং পেসমেকার প্রতিস্থাপন করা হয়। এই মুহূর্তে তাঁর শারীরিক স্থিতি স্থিতিশীল থাকলেও উদ্বেগ কাটেনি। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের তরফে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

আরও পড়ুন – সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version