Monday, August 25, 2025

“মিডিয়া ট্রায়াল নয়! তদন্তে আস্থা রাখুন”, ছেলের বিরুদ্ধে অভিযোগের মাঝে মুখ খুললেন মনোজিতের বাবা

Date:

কসবা কলেজ গণধর্ষণ-কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিত মিশ্র। গ্রেফতার হয়েছে তার দুই সঙ্গীও। কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) এই জঘন্য ঘটনার তদন্তে জোর কদমে কাজ চালাচ্ছে। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই শুরু হয়েছে ‘মিডিয়া ট্রায়াল’—এমনটাই অভিযোগ উঠছে সমাজের নানা মহলে। এই পরিস্থিতিতে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন মনোজিতের বাবা রবিন মিশ্র।

পেশায় পুরোহিত রবিন মিশ্র, কালীঘাট মন্দির সংলগ্ন এক চিলতে ঘরে বসে একান্ত সাক্ষাৎকারে বলেন, “মিডিয়া একটা প্যারালাল বিচারব্যবস্থা চালাচ্ছে! আমার অনুরোধ, একটু ধৈর্য ধরুন। যদি অভিযোগ প্রমাণিত হয়, আইনমাফিক যা শাস্তি হওয়ার হবে। আমি চাই, যদি দোষী প্রমাণিত হয়, তাহলে যেন সবচেয়ে কঠোর শাস্তিই হয়।”

তাঁর আক্ষেপ, “মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও টিভি চ্যানেলের টক শো-তে কেউ বলছেন, ‘২০০ কোটির মালিক’, কেউ বলছেন ‘চারটে দোকানের মালিক’, গলায় মোটা সোনার চেন!” রবিন মিশ্রের পালটা জবাব, “আরটিআই করে দেখে নিন আমরা কত টাকার মালিক! আজকাল মিডিয়ায় যা খুশি বলে দিলেই সেটা সত্যি হয়ে যাচ্ছে!”

মনোজিতের নামে নাকি অতীতেও একাধিক মামলা ছিল, বিভিন্ন সংবাদমাধ্যমে এমন তথ্য উঠে আসা নিয়েও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। বলেন, “গল্পের গরু গাছে তোলার মতো ব্যাপার চলছে। মিডিয়া ট্রায়াল চলছে। কিন্তু মিডিয়া ট্রায়াল দিয়ে তো বিচারব্যবস্থা চলে না!” রবিন মিশ্র আরও বলেন, “কলকাতা পুলিশ দেশের অন্যতম এফিসিয়েন্ট বাহিনী। বহু সময় বলা হয়, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনীয়। তাই ওঁদের তদন্তের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে।” তিনি আরও যোগ করেন, “যাঁরা মিডিয়া ট্রায়ালে বিভিন্ন মন্তব্য করছেন, তাঁরা শিক্ষিত ও সম্মানীয়। তাই অনুরোধ করব, প্রকৃত সত্যিটা না জেনে এমন মন্তব্য না করুন। তদন্ত শেষ হোক, সত্যিটা সামনে আসুক।” এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত যথাযথ গতিতে এগোচ্ছে এবং প্রমাণের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – স্থিতিশীল হলেও কাটছে না উদ্বেগ! এখনও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সাংসদ সৌগত রায় 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version