Tuesday, November 4, 2025

কসবা-কাণ্ডে পরিবারের আস্থা পুলিশেই: সুপ্রিম নজরদারিতে CBI তদন্তের আর্জি ‘উপযাজক’ আইনজীবীর, হাইকোর্টে ৩টি PIL

Date:

কসবার ল কলেজে (Kasba Law College) গণধর্ষণে নির্যাতিতা ও তাঁর পরিবারের আস্থা রাজ্য পুলিশের তদন্তেই। কিন্তু উপযাজক হয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি করেছেন আইনজীবী সত্যম সিং। এদিকে, গণধর্ষণকাণ্ডে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) তিনটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। মামলা দায়েরের অনুমতি দেওয়ায় বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

শুক্রবার কসবার ল কলেজের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই CBI তদন্তের দাবি জানানো হয় বিভিন্ন মহল থেকে। যদিও, তার সঙ্গে সহমত নয় নির্যাতিতার পরিবার। পুলিশের তদন্তেই আস্থা তাদের। ঘটনার পর থেকেই না কি নির্যাতিতা ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে- বলে অভিযোগ তোলে কয়েকটি মহল। এদিকে, নির্যাতিতার পরিবার সাফ জানিয়েছে, তারা কোনও হুমকি পায়নি। এখন তাদের একমাত্র দাবি, দোষীদের চরম শাস্তি।

এদিকে, হাই কোর্টে এই বিষয়ে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। দ্রুত শুনানির আবেদন জানান মামলাকারীরা। হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিশ দেওয়া হোক। তার পরে শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করুন আইনজীবীরা। বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিকে, নির্যাতিতার নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি, ঘটনা সম্পর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রের অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে শীর্ষ আদালতের আইনজীবী সত্যম সিং CBI তদন্তের আবেদন করেছেন।
আরও খবরধর্ষণ বিজেপির এক্সক্লুসিভ নয়: কলকাতার গণধর্ষণে রাজনীতির বিরোধিতায় কংগ্রেস জাতীয় নেতা

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version