যেকোনো সামাজিক অপরাধে রাজনীতির ময়দানে নেমে পড়তে এক মুহূর্তও দেরি করে না বাংলার বিরোধী দলগুলি। কলকাতার আইন কলেজের ধর্ষণের মত সামাজিক অপরাধেও বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ পথে নামতে বাকি নেই। যেখানে পুলিশের তদন্তে অপরাধী ইতিমধ্যেই গ্রেফতার চলছে, নির্যাতিতার অভিযোগ প্রমাণের সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। সেখানেও শুধুমাত্র বিরোধিতার রাজনীতি জারি রেখেছে বিরোধী দলগুলি। তবে এই বিরোধিতাকে নির্বাচনের আগে শুধুমাত্রই বিরোধিতার রাজনীতি বলে দাবি করলেন কংগ্রেসের জাতীয় নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh)।
কলকাতার আইন কলেজে গণধর্ষণের (gang rape) ঘটনার পর যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও তাঁর অনুগামীরা বারবার পথে নেমে বিক্ষোভের পথে গিয়েছেন। অথচ কংগ্রেসেরই জাতীয় নেতা দিগ্বিজয় সিং-এর বক্তব্য, নির্বাচনমুখী বাংলায় শুধুমাত্র রাজনৈতিক ইস্যু তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন: কার্তিকের অভিযোগকারিনীর উত্তর দিন: ধর্ষণে ‘সরব’ কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা তৃণমূল
জাতীয় কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং (Digvijaya Singh) দাবি করেন, এই ধরনের ঘটনাকে রাজনীতির রং লাগানো উচিত না। প্রশ্ন তোলেন, বিহারে কি ধর্ষণ (rape) হয় না? উত্তর প্রদেশে কি হয় না? এগুলো বিজেপির এক্সক্লুসিভ ইস্যু হতে পারে না। বাংলায় নির্বাচন আসন্ন। সেই কারণে এই সব ঘটনা ঘিরে ইস্যু তৈরির চেষ্টা করছে বিজেপি।
–
–
–
–
–
–
–
–
–
–