Monday, November 3, 2025

মাঠের ভেতর হোক কিংবা মাঠের বাইরে। এমএস ধোনি (MS Dhoni) মানেই ক্যাপ্টেন কুল (Captain Cool)। এবার সেই নামটাকেই পাকাপাকি করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। হ্যাঁ এখন থেকে তিনি পাকাপাকি ভাবেই ক্যাপ্টেন কুল। দীর্ঘদিনের প্রচেষ্টা পর ধোনির ক্যাপ্টেন কুল নামটাই এখন ট্রেডমার্ক। ২০২৩ সাল থেকে চেষ্টা করে অবশেষে এই বছরই সেই কাজটা সম্ভব হল মহেন্দ্র সিং ধোনির। সেইসঙ্গে ধোনি যে ক্রিকেট অ্যাকাডেমি করার পথেও হাঁটতে চলেছেন তাও বেশ স্পষ্ট।

ধোনির (MS Dhoni) হাত ধরেই দীর্ঘদিন পর ভারতে এসেছিল ক্রিকেট বিশ্বকাপ। তেমনই চেন্নাই সুপার কিংস (CSK) তথা আইপএলের (IPL) সবচেয়ে সফল অধিনায়ক তিনি। সেইসঙ্গে এবার আইপিএলের মঞ্চেও সবচেয়ে সফল অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)। মাঠে যে পরিস্থিতিই হোক ধোনি সবসময়ই থাকেন ঠান্ডা মেজাজে। তাঁকে মাঠে রাগতে কখনোই দেখা যায়নি সেভাবে। সেই থেকেই এমএস ধোনির নাম হয়ে গিয়েছিল ক্যাপ্টেন কুল (Captain Cool)।

কিন্তু সেই নামের কোনওরকম কপি রাইট ছিল না এমএস ধোনির কাছে। ২০২৩ সাল থেকে সেই প্রিয় নামটাই এবার ট্রেডমার্ক করার লড়াইটা শুরু হয়েছিল মাহির। সেই পথে বাধাও এসেছিল আরেক সংস্থা থেকে। অবশেষে সেই লড়াই জিতে ক্যাপ্টেন কুল এখন ধোনির ট্রেডমার্ক। সেইসঙ্গেই ধোনির আসন্ন ক্রিকেট অ্যাকাডেমিও যে আসছে তাও বেশ স্পষ্ট।

কারণ এই নাম যে তিনি ট্রেডমার্ক করেছেন, তাঁর কার্যকারিতা হিসাবে স্পোর্টস ট্রেনিং ফেসিলিটি এবং স্পোর্টস কোচিংয়েরই উল্লেখ করা আছে। আর সেটাই যথেষ্ট। এমএস ধোনি বরাবরই চমক দিতে ভালোবাসেন। আবারও তেমনই একটা কাজ করতে চলেছেন তিনি।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version