দমননীতির চূড়ান্ত যে বিজেপি রাজ্যে অবলম্বন করা হয় তা বুলডোজার চালানোর বহরেই বোঝা যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে অন্যায়ের প্রতিবাদ করলে শাস্তি আর অন্যায়কারীর স্তুতি যেন রীতি। ওড়িশায় (Odisha) বিজেপি ক্ষমতায় আসার পর একই ছবি প্রশাসনিক কর্তাদের। এবার প্রতিবাদীদের পা ভেঙে (break their leg) দেওয়ার নির্দেশ শীর্ষ পুলিশকর্তার। আর সেই ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হতেই পুলিশকর্তার সাফাই, আইন ভাঙলে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার অধিকার রয়েছে।
রথযাত্রা (Rathyatra) উপলক্ষে প্রশাসনের ব্যর্থতায় পুরীতে (Puri) মৃত্যু হয়েছে তিনজনের। আহত শতাধিক। এই ব্যর্থতার প্রতিবাদে রবিবার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির (Mohan Charan Manjhi) বাড়ির বাইরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ প্রতিহত করতে মোতায়েন ছিল পুলিশ। ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।
আচমকা সেখানে উপস্থিত হন ভুবনেশ্বরের অতিরিক্ত পুলিশ কমিশনার (ACP) নরসিংহ ভোল। তিন নিরাপত্তা বলয়ের শেষ বলয়ের কাছে এসে বিক্ষোভকারীদের দিকে আঙ্গুল তুলে দেখান তিনি। সেই সঙ্গে পুলিশ কর্মীদের নির্দেশ দেন, কেউ এই বলয় টপকালে তার পা ভেঙে দেবে (break their leg)। শুধু ধরবে না, তাদের পা ভেঙে দেবে। বিক্ষোভকারীদের ধরার জন্য সামনের বলায় আমরা রয়েছি। যে পা ভাঙতে পারবে সে এসে আমার থেকে পুরস্কার নিয়ে যাবে।
আরও পড়ুন: কেরালায় সিপিএম পার্টি অফিসে ধর্ষিতা তরুণী, এক বছর পরে গ্রেফতার!
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরে প্রশ্নের মুখে ওড়িশায় নাগরিক অধিকার। যদিও অতিরিক্ত পুলিশ কমিশনার (ACP) ভোলের দাবি, বিক্ষোভ যথেচ্ছ হয়ে গেলে তা প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্রথম দুটি নিরাপত্তা বলায় পার করার অর্থ আইন ভাঙা। সেরকম হলে সর্বোচ্চ ক্ষমতা অবশ্যই প্রয়োগ করা হবে। অর্থাৎ চূড়ান্ত অমানবিকতার নজির রেখেও নির্লজ্জ ওড়িশার মোহন মাঝি পুলিশ।
–
–
–
–
–
–
–
–
–