Friday, July 4, 2025

পা ভেঙে দাও! বিজেপির ওড়িশায় বিক্ষোভ ঠেকাতে নির্দেশ পুলিশ কর্তার

Date:

দমননীতির চূড়ান্ত যে বিজেপি রাজ্যে অবলম্বন করা হয় তা বুলডোজার চালানোর বহরেই বোঝা যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে অন্যায়ের প্রতিবাদ করলে শাস্তি আর অন্যায়কারীর স্তুতি যেন রীতি। ওড়িশায় (Odisha) বিজেপি ক্ষমতায় আসার পর একই ছবি প্রশাসনিক কর্তাদের। এবার প্রতিবাদীদের পা ভেঙে (break their leg) দেওয়ার নির্দেশ শীর্ষ পুলিশকর্তার। আর সেই ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হতেই পুলিশকর্তার সাফাই, আইন ভাঙলে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার অধিকার রয়েছে।

রথযাত্রা (Rathyatra) উপলক্ষে প্রশাসনের ব্যর্থতায় পুরীতে (Puri) মৃত্যু হয়েছে তিনজনের। আহত শতাধিক। এই ব্যর্থতার প্রতিবাদে রবিবার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির (Mohan Charan Manjhi) বাড়ির বাইরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ প্রতিহত করতে মোতায়েন ছিল পুলিশ। ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।

আচমকা সেখানে উপস্থিত হন ভুবনেশ্বরের অতিরিক্ত পুলিশ কমিশনার (ACP) নরসিংহ ভোল। তিন নিরাপত্তা বলয়ের শেষ বলয়ের কাছে এসে বিক্ষোভকারীদের দিকে আঙ্গুল তুলে দেখান তিনি। সেই সঙ্গে পুলিশ কর্মীদের নির্দেশ দেন, কেউ এই বলয় টপকালে তার পা ভেঙে দেবে (break their leg)। শুধু ধরবে না, তাদের পা ভেঙে দেবে। বিক্ষোভকারীদের ধরার জন্য সামনের বলায় আমরা রয়েছি। যে পা ভাঙতে পারবে সে এসে আমার থেকে পুরস্কার নিয়ে যাবে।

আরও পড়ুন: কেরালায় সিপিএম পার্টি অফিসে ধর্ষিতা তরুণী, এক বছর পরে গ্রেফতার!

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরে প্রশ্নের মুখে ওড়িশায় নাগরিক অধিকার। যদিও অতিরিক্ত পুলিশ কমিশনার (ACP) ভোলের দাবি, বিক্ষোভ যথেচ্ছ হয়ে গেলে তা প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্রথম দুটি নিরাপত্তা বলায় পার করার অর্থ আইন ভাঙা। সেরকম হলে সর্বোচ্চ ক্ষমতা অবশ্যই প্রয়োগ করা হবে। অর্থাৎ চূড়ান্ত অমানবিকতার নজির রেখেও নির্লজ্জ ওড়িশার মোহন মাঝি পুলিশ।

Related articles

জলের পাইপ লাইন সমস্যায় ঝুলে রইল বরানগর- বারাকপুর মেট্রো প্রকল্প

বরানগর থেকে বারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প (Baranagar to Barrackpore Metro) নিয়ে শুক্রবার কলকাতা পুরসভায় (KMC) উচ্চপর্যায়ের বৈঠক করলেন...

টেলর সুইফটকে পিছনে ফেলে ফের শ্রোতাদের পছন্দের শীর্ষে অরিজিৎ!

হলিউড গায়িকাকে হারিয়ে দিলেন বাংলার ছেলে। স্পটিফাইয়ের (Spotify ) সবথেকে জনপ্রিয় গায়কের শীর্ষে ফের পদ্মশ্রী গায়ক অরিজিৎ সিং...

মজা করতে ৪ বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট? পদ্মনেতা খুনে আদালতে ভর্ৎসিত CBI!

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) বিজেপি নেতা খুনের অভিযোগে শুরু হওয়ার তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট...

বিজেপি মানেই ডবল ভণ্ডামি! মহারাষ্ট্র-রাজস্থানে প্রাণ হাতে নিয়ে নদী পারাপার খুদে-বয়স্কদের

ডিজিটাল ইন্ডিয়ার বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং রাজস্থানে খুদে পড়ুয়া থেকে বয়স্করা জীবন হাতে নিয়ে নদী পারাপার করছে। কী...
Exit mobile version