Wednesday, August 20, 2025

অব্যবস্থা চূড়ান্ত পরিস্থিতির মাসুল দিতে হচ্ছে মেট্রোরেলের নিত্যযাত্রীদের। সপ্তাহের প্রথম দিন রেলের ট্র্যাকে জল জমে যাওয়ায় সকাল থেকে আংশিকভাবে বন্ধ কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর (Dakshineswar) থেকে কবি সুভাষের (Kabi Subhash) পরিষেবা। দ্রুত জল বের করার প্রতিশ্রুতি দিলেও আদতে ভোগান্তি এতটুকু কমেনি নিত্যযাত্রীদের।

বিভিন্ন সময়ে গরম কালেও বিভিন্ন মেট্রো স্টেশনের ছাদ বেয়ে বা দেওয়ালের ধার থেকে জল পড়তে দেখা যায়। তবে বর্ষার শুরুতে প্রথম নিম্নচাপের বৃষ্টিই চোখে জল এনে দিল মেট্রো কর্তৃপক্ষের। রবিবার রাতভর শহর জুড়ে লাগাতার বৃষ্টির প্রভাব মেট্রো সুড়ঙ্গে। মধ্য কলকাতার সেন্ট্রাল (Central), চাঁদনী (Chandni Chowk), এসপ্ল্যানেড (Esplanade) এলাকায় জল জমে যায় মেট্রোর সুড়ঙ্গে (tunnel)।

জল জামার ফলে সকাল ন’টা নাগাদ আংশিকভাবে বন্ধ করা হয় মেট্রোর পরিষেবা (metro service)। একদিকে দক্ষিণেশ্বর থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত পরিষেবা চালু থাকে। অন্যদিকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা চালু থাকে। মাঝে গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত মধ্য কলকাতার পরিষেবা সপ্তাহের প্রথম দিন বন্ধ করে দিতে বাধ্য হয় মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দম থাকলে সামনা সামনি বসুন: মীনাক্ষির কুকথার পাল্টা চ্যালেঞ্জ কুণালের

সাম্প্রতিক সময়েও এই ঘটনা প্রথম নয়। শনিবারও জল জমে যাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা পরিষেবা বন্ধ রাখতে হয় দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে। যতীন দাস পার্ক থেকে নেতাজী ভবন পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল সেদিন। আর এবার একেবারে মধ্য কলকাতাতেই বন্ধ পরিষেবা।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version