Monday, August 25, 2025

ইস্টবেঙ্গল সিএফএলে যখন শুরুটা ৭ গোল দিয়ে করল, সেখানেই আরেক প্রধান মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) শুরুটা একেবারেই ভাল হল না। পুলিশের (Police AC) কাছে আটকে গেল সবুজ-মেরুন ব্রিগেড। লিগের প্রথম ম্যাচেই ০-১ গোলে হেরে গেল মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। গোটা ম্যাচে বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে বারবারই ব্যর্থ হল সবুজ-মেরুন ব্রিগেডের ফুটবলাররা। যদিও এখনই এই নিয়ে ভেঙে পড়তে নারাজ সবুজ-মেরুন ব্রিগেড। কারণ সবে লিগ শুরু হয়েছে।

ডেগি কার্ডোজোর (Deggie Cardozo) তত্ত্বাবধানে এবারের কলকাতা প্রিমিয়ার লিগেও নেমেছে মোহনবাগান (MBSG)। প্রায় দুই সপ্তাহ আগে থেকেই যুবভারতীতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল মোহনবাগানের। তারুণ্যে ভরপুর দল নিয়েই এদিন মাঠে নেমেছিল মোহনবাগান। কারণ এখান থেকেই সিনিয়র দলে সুযোগ পেতে পারে কোনও কোনও ফুটবলার। সেখানেই শুরুটা ভালোভাবে করতে পারল না তারা।

যদিও এদিন শুরুটা কিন্তু খুব একটা খারাপ ভাবে করেনি মোহনবাগান। অন্তত প্রথম ১০ থেকে ১৫ মিনিট মোহনবাগানের আক্রমণই ছিল বেশি। কিন্তু পুলিশ এসির গোলকরক্ষ সুরজ ছিলেন এদিন দুরন্ত ফর্মে। পরপর দুবারই সালাউদ্দিনকে রুখে দেন তিনি। এরপরই ধীরে ধীরে খেলা ফিরতে শুরু করে পুলিশ এসি। তবে মোহনবাগানেরও পাল্টা আক্রমণ জারি ছিল। বরং পুলিশের থেকে মোহনবাগানই সুযোগ তৈরি করেছিল বেশি। কিন্তু কাজে লাগাতে পারেনি।

অবশেষে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে মহম্মদ আমিল নাইমের গোলে এগিয়ে যায় পুলিশ এসি। বিরতির পর বারবার আক্রমণ করলেও ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান সুপারজায়ান্ট। ০-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হল তাদের। সেইসঙ্গে গতবারের বদলাও নেওয়া হল না সবুজ-মেরুন ব্রিগেডের। গতবারও এই পুলিশ এসির কাছে ২-৩ গোলে হেরে গিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version