Wednesday, August 20, 2025

আগামী ২ জুলাই থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। সেখানেই যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সামনে রয়েছে নতুন রেকর্ডের হাতছানি। ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে দ্রুততম ২০০০ রানের মাইলস্টোনের সামনে রয়েছেন যশস্বী (Yashasvi Jaiswal)। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি পেলেই রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) রেকর্ড ভেঙে দেবেন ভারতীয় দলের এই তরুণ ওপেনার। ভারতীয় হিসাবে এই মুহূর্তে ৪০ টি ইনিংসে দ্রুততম ২০০০ টেস্ট রান করার রেকর্ড রয়েছে একমাত্র রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag)।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল প্রথম টেস্টে হেরে গেলেও, সেখানে ব্যাট হাতে নিজের সেরা পারফরম্যান্সই দেখিয়েছিলেন এই তরুন তারকা ক্রিকেটার। লিডসে প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। যদিও দ্বিতীয় ইনিংসে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি। দ্বিতীয় টেস্টে নামার আগে অবশ্য সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন এই তারকা ক্রিকেটার। এবার যশস্বীর (Yashasvi Jaiswal) সামনে কার্যত ইতিহাস তৈরির হাতছানি।

এই মুহূর্তে টেস্টের মঞ্চে যশস্বী জয়সওয়ালের ঝুলিতে রয়েছে ৩৮ ইনিংসে ১৯০৩ রান। হাতে এখনও দুটো ইনিংস সময় রয়েছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরি করতে পারলেই রাহুল রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সেওয়াগের রেকর্ড ভেঙে দেবেন তিনি। ২০২৩ সালে ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। প্রথম থেকেই টেস্টে বেশ ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন যশস্বী জয়সওয়াল।

ইংল্যন্ডের বিরুদ্ধেও শুরুটা খুব একটা খারাপ ভাবে করেননি তিনি। ক্রমশই যশস্বীকে নিয়ে প্রত্যাশা বাড়তে শুরু করেছে সকলের। শেষপর্যন্ত তিনি রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version