Monday, November 3, 2025

এক বছরের বেশি সময় ধরে নিয়ম ভেঙেই রাজ্য সভাপতির পদে সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এক বছর ধরে বঙ্গ বিজেপির দায়িত্ব কার হাতে তুলে দিলে ফের একবার চাঙ্গা করা সম্ভব হবে কর্মীদের, তা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেই দ্বন্দ্ব অব্যাহত। বঙ্গ বিজেপির তিন লবি থেকে তিন নাম নিয়ে দ্বন্দ্বের অবসান হতে পারে বুধবারই। সোমবারই রাজ্য সভাপতি (BJP state president) পদে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হল বিজেপির সদর দফতরে। সেই অনুযায়ী বুধবার বা বৃহস্পতিবার সামনে আসতে পারেন বঙ্গ বিজেপির নতুন সারথির নাম। তবে প্রাথমিক সূত্রে, জানা যাচ্ছে আরএসএস (RSS) লবি থেকে প্রস্তাবিত নামই গ্রহণ করা হবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।

রাজ্য সভাপতি নির্বাচনের জন্য বিজেপির বিধি মেনে মঙ্গলবার নির্বাচনের বিজ্ঞপ্তি (notification) জারি করা হয়। বিভিন্ন জেলার কোন নির্বাচন ক্ষেত্রে সেই নির্বাচন করবেন দলের কর্মীরা সেই তালিকাও প্রকাশ করা হয়। বুধবার মনোনয়ন জমা (nomination) দেওয়ার দিন। সেদিনই মনোনয়ন পত্র পরীক্ষা ও বাতিলের কাজ হবে। সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাহারও হবে বুধবার। সেক্ষেত্রে যদি একটিই মনোনয়ন (nomination) জমা পড়ে তবে বুধবারই সেই প্রার্থী নিয়ম অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য সভাপতি (state president) পদে নির্বাচিত হবেন।

তবে একাধিক মনোনয়ন জমা পড়লে বৃহস্পতিবার নির্বাচন হবে। বৃহস্পতিবারই ভোট গণনা হয়ে ঘোষণা হবে রাজ্য সভাপতির নাম। সেক্ষেত্রে ফের একবার মুখ পুড়বে বঙ্গ বিজেপির। কারণ অন্যান্য রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটির প্রয়োজন হয় না। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে রাজ্য সভাপতি পদপ্রার্থী (candidate) মনোনয়ন জমা দিলেই প্রথামাফিক নির্বাচন হলেও নির্বাচিত হন সেই সদস্যই। ফলে মনোনয়ন জমা হলেই ঘোষণা হয়ে যায় সভাপতির নাম।

বাংলার ক্ষেত্রে নির্বাচন হলে মুখ পুড়বে ফের বঙ্গ বিজেপি নেতাদের। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির দুই নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ও সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) দুই লবি কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন নিজেদের প্রার্থী নিয়ে। শুভেন্দু বা সুকান্তকে রাজ্য সভাপতি করা হবে না বুঝেই তাঁরা নিজেদের বিশ্বস্ত অনুগামীদের এই পদের জন্য সুপারিশ করেন। দিল্লিতে দরবারও করেন। তবে এই দুই নেতার পাশাপাশি আরএসএস-এর তরফেও নিজেদের প্রার্থীর নাম সুপারিশ করা হয়। আরএসএস (RSS) শমিক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) নাম সুপারিশ করে সঙ্ঘ ঘনিষ্ঠ হিসাবে। দুই বঙ্গ নেতার বিরোধ থামাতে ও রাজ্যে বিজেপির প্রভাব সঠিকভাবে প্রয়োগ করতে আরএসএস প্রার্থী শমিককেই পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে চায় কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই বিজেপির অন্দর মহলের খবর।

আরও পড়ুন: কলেজ থেকে বহিষ্কৃত মনোজিৎ ও দুই পড়ুয়া, দ্রুত পঠন-পাঠন শুরুর আশ্বাস

কেন্দ্রীয় নেতৃত্ব শমিক ভট্টাচার্যকে (Shanik Bhattacharya) নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই নির্বাচনের বিজ্ঞপ্তি (notification) জারি নিয়ে সিদ্ধান্ত হয়, এমনটাই বিজেপির সূত্রে খবর। সেক্ষেত্রে বঙ্গের অন্য কোনও লবির তরফে প্রার্থীর (candidate) নাম ঘোষণা না হওয়ারই সম্ভাবনা। তেমনটা হলে বুধবার একা শমিক ভট্টাচার্যের মনোনয়ন জমা পড়লে তাঁর নাম রাজ্য সভাপতি হিসাবে বুধেই ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

Related articles

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...
Exit mobile version