ডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশের (Madhyapradesh) সরকারি হাসপাতালে ঢুকে ক্লাস টুয়েলভের ছাত্রীর (Student) বুকের উপর বসে গলা কাটল যুবক। আইনশৃঙ্খলা তলানি পৌঁছনোর চূড়ান্ত উদাহরণ। নরসিংহপুর জেলা হাসপাতালের মধ্যে ঢুকে এই ভয়ানক এক কাণ্ড ঘটান এক যুবক। নিজেকেও না কি শেষ করে দিতে চান তিনি। তার পর পালিয়ে যায়। আর সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন নিরাপত্তা কর্মীরা। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে প্রকাশ্যে, সকলের সামনে সরকারি হাসপাতালের ভিতরে এই ভাবে এক নার্সিং পড়ুয়াকে খুন করা হল, আর নিরাপত্তাকর্মীরা আটকাতে পারলেন না! ঘটনায় ধিক্কার জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল (TMC)।
পুলিশ সূত্রে খবর, ২৭ জুন হাসপাতালের মধ্যে এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ ওই যুবক এক পড়ুয়ার উপর ঝাঁপিয়ে পড়েন। ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কেটে দেন নিমেষের মধ্যেই। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন সন্ধ্যা চৌধুরী নামের ওই নার্সিং পড়ুয়া। এরপর ওই যুবক নিজেকেও মেরে ফেলার চেষ্টা করেন। পরে সেখান থেকে পালিয়ে যান তিনি। আশ্চর্যজনকভাবে হাসপাতালের রোগী এবং কর্মীদের সামনেই এই খুনের ঘটনা ঘটে যায়। নিরাপত্তারক্ষীরা থাকলেও নির্দ্বিধায় পালিয়ে যান ওই যুবক।
ইতিমধ্যেই ঘটনার হাড়হিম করা ভিডিও (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) প্রকাশ্যে এসেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হলেও থেকে যাচ্ছে অনেকরকম প্রশ্ন। প্রকাশ্য দিবালোকে হাসপাতালে সবার সামনে এভাবে খুনের ঘটনায় রীতিমত আতঙ্কিত রোগীর আত্মীয়রা। ১৪ জন নিরাপত্তারক্ষী থাকার পরেও নিরাপত্তা দিতে ব্যর্থ এই প্রাইভেট সিকিউরিটি এজেন্সি।
ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আইন-শৃঙ্খলা বলতে যে একেবারেই কিছু নেই সেই বিষয়টি আরও একবার স্পষ্ট হয়ে গেল। মধ্যপ্রদেশের (Madhyapradesh) নৈরাজ্যের প্রসঙ্গ তুলে এদিন সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে নিন্দায় সরব হয়েছে তৃণমূল। লেখা হয়েছে, “প্রকাশ্য দিবালোকে হাসপাতালে ঢুকে, সকলের চোখের সামনে এক তরুণীর বুকের উপর চেপে বসে গলা কেটে খুন করল এক যুবক। আতঙ্কে চক্ষু চড়কগাছ ওয়ার্ডে থাকা রোগীদের। এই নৃশংস ঘটনা কোথায় ঘটল জানেন? বিজেপির ‘ডবল ইঞ্জিন’ মধ্যপ্রদেশে৷ ১০ মিনিট ধরে মারধর করার পর গলা কেটে খুন। এই তো নিরাপত্তার হাল বিজেপি-শাসিত রাজ্যের হাসপাতালে! এবার বিজেপি মিছিল করবে না? কোথায় জাতীয় মহিলা কমিশন? কোথায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম? অ-বিজেপি রাজ্য হলে এতক্ষণে কত কী কাণ্ড করে ফেলত? ধিক্কার জানাই এই দ্বিচারিতাকে!“
❗TRIGGER WARNING ❗
.@BJP4India-ruled states are a LIVING HELL for women! In Narsinghpur, a Class 12 student was SAVAGELY MURDERED in broad daylight inside a government district hospital. Slapped, slammed to the ground, pinned down, and her throat slit, she bled out mere meters… pic.twitter.com/9zwL9dijHi
— All India Trinamool Congress (@AITCofficial) July 1, 2025
বাংলায় কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের তরফে পদক্ষেপ করা হয়। দ্রুত ধরা পড়ে অভিযুক্তরা। কিন্তু সেটা নিয়ে শাসকদলের বিরুদ্ধে আঙুল তোলে বিজেপি। কিন্তু তাদের শাসিত রাজ্যেই এই নৃশংস ঘটনায় মুখে কুলুপ পদ্মশিবিরের।
–
–
–
–
–
–
–
–
–