মঙ্গলের সকালে রক্তাক্ত মুর্শিদাবাদের নওদা থানার ( (Murshidabad, Naoda) অন্তর্গত আলিনগর গ্রাম। জমি বিবাদ আর পারিবারিক অশান্তির জেরে চলল অবাধে বোমাবাজি (Bomb blast)। মৃত্যু হল রফিকুল শেখ (Rafikul Sheikh) নামে এক প্রৌঢ়ের। খবর পেয়ে নওদা থানার পুলিশ (Naoda Police Station) ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মৃতের দেহ আটকে রাখা হয় বলে অভিযোগ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রফিকুল শেখের সঙ্গে তাঁর খুড়তুতো ভাইদের জমি নিয়ে বিবাদ চলছিল। মঙ্গলের সকাল থেকে শুরু হয় কথা কাটাকাটি পরবর্তীতে হাতাহাতি পর্যন্ত গড়ায়। এরপরই ইচ্ছাকৃতভাবে রফিকুল শেখকে টার্গেট করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রৌঢ়। এরপরই এলাকায় উত্তেজনা বাড়ে। পুলিশ সেখানে পৌঁছে দেহ নিয়ে যেতে চাইলে এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের প্রশ্ন গ্রামের মধ্যে এত বোমা কী করে মজুত করা হলো? বিস্ফোরক এলই বা কোথা থেকে? এরপরে উত্তেজিত বাসিন্দারা দোষীদের দ্রুত উপযুক্ত শাস্তির দাবি তোলেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে রফিকুলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। একজনকে আটক করা হলে ও মূল অভিযুক্ত পলাতক বলে সূত্রের খবর। মৃত্যুর নেপথ্যে কেবল জমি বিবাদ, না কি রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–