সাদা বলে বেশি খেলার অভ্যাস বদলাতে বিশেষ উদ্যোগ ভারতীয় টিম (India Team) ম্যানেজমেন্টের। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে নামার আগে টু কালার্ড বলে প্রস্তুতি সারছে ভারতীয় দল। এই মুহূর্তে আইপিএল, সাদা বলের ফর্ম্যাটেই বেশি খেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেক্ষেত্রে লাল বলে বোলিং করতে হামেশাই সমস্যা হতে দেখা যায় তাদের। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলে বেশি বোলিং করার বেশকিছু বদভ্যাসের সম্মুখীন হচ্ছেন ভারতীয় দলের বোলাররা। সেই কথা মাথায় রেখেই বিশেষ প্রস্তুতি চলছে টিম ইন্ডিয়ার শিবিরে। টু কালার্ড বলে (Two Coloured Ball) প্রস্তুতি সারছে ভারতীয় দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খারাপ বোলিংয়ের জেরেই হারতে হয়েছিল ভারতীয় দলকে। সেই থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। সমালোচনাও চলছিল বিস্তর। এমন পরিস্থিতিতে ভারতের এই বিশেষ প্রস্তুতি সকলের সামনে। সেখানেই দেখা যাচ্ছে টু কালার্ড (Two Coloured Ball) বলে প্রস্তুতি সারছেন টিম ইন্ডিয়ান বোলাররা। এমন বলের একটি দিক লাল এবং অপর দিকটি হয় সাদা।

এই বলেই ভারসাম্য ঠিক রাখার জন্য প্রস্তুতি সারছে ভারতীয় দল। কারণ সাদা বলে বোলিং করার সময় যে সমস্যা গুলো তৈরি হয় তার প্রভাব যেন লাল বলের ক্রিকেটে না পড়ে সেই দিকে বাড়তি নজর দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেশিরভাগ সাদা বলের ক্রিকেট খেলার ফলেই টেস্টেও তার প্রভাব পড়ছে। বেশ কিছু ভুল করছেন বোলাররা। সেটাই যেন না হয় তার কারণেই এমন প্রস্তুতি সারা হচ্ছে। যদিও এটা নতুন নয়। এর আগেও বহু দল এমনভাবে প্রস্তুতি সেরেছে।

–

–

–

–

–

–

–
–
–
–
–