শোকজের জবাব, কসবার বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মদন

Date:

Share post:

কসবায় গণধর্ষণ কাণ্ডে (Kasba Rape Case) বিতর্কিত মন্তব্যের জন্য দলের কাছে ক্ষমা চাইলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সূত্রের খবর তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্বের শোকজ চিঠির জবাবে লিখিতভাবে দুঃখপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি তিনি এও জানিয়েছেন গণমাধ্যমে তাঁর সম্পূর্ণ বক্তব্য প্রচারিত হয়নি। তবে এরপর থেকে দলের শৃঙ্খলা মেনে চলবেন বলে শোকজের জবাবে জানিয়েছেন মদন।

আইন কলেজে পড়ুয়াকে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দৃষ্টান্তমূলক কড়া পদক্ষেপ দাবি করেছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই তিন অভিযুক্ত সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে কামারহাটির বিধায়ক নির্যাতিতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। দল তাঁর বক্তব্যকে সমর্থন করেনি। এই মন্তব্যের জন্য তৃণমূল নেতৃত্ব তাঁকে শোকজ করে এবং তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত আকারে শোকজের উত্তর দিয়েছেন মদন। জানা গেছে, গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।সোমবার রাতেই মদন মিত্র শোকজের জবাব দিয়েছেন বলে সূত্রের খবর। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে সংক্ষিপ্ত চিঠি লিখে নিজের কুমন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। জানিয়েছেন, তাঁর কথায় দলের ভাবমূর্তির কোনওরকম ক্ষতি হলে তিনি অত্যন্ত দুঃখিত, নিঃশর্তে ক্ষমা চাইছেন।এও জানিয়েছেন, এবার থেকে তিনি দলের অনুশাসন মেনে চলবেন। পাশাপাশি কী কারণে তিনি ওই মন্তব্য করেছেন, তারও ব্যাখ্যা দিয়েছেন কামারহাটি বিধায়ক বলে জানা যাচ্ছে।

 

spot_img

Related articles

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! এবার বেহালায়

পঞ্চমীর সকালে ফের বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু! শনিবার সকালে কলকাতার বেহালা-সরশুনা (Behala Shorsuna) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...

ওটিটিতে ঝড় তুলেছে ‘মৃগয়া: দ্য হান্ট’, ৪৮ ঘণ্টায় দ্বিতীয় স্থানে!

মুক্তি পাওয়ার পরেই বাজিমাত 'মৃগয়া : দ্যা হান্টে'র (Mrigaya: The Hunt)। মাত্র ৪৮ ঘন্টা পেরিয়েছে তার মধ্যেই সর্বভারতীয়...

ভারতে ধর্মীয় নিপীড়নে রাষ্ট্রসঙ্ঘে সরব শাহবাজ: পাল্টা পাক সন্ত্রাসবাদ হাতিয়ার মোদির

ভারতে হিন্দুদের দ্বারা যে ধর্মীয় নিপীড়ন চলছে, তা গোটা বিশ্বের কাছে আতঙ্কের কারণ। ভারতের মতো সার্বভৌম গণতান্ত্রিক দেশকে...