Tuesday, November 4, 2025

বরখাস্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী: নিয়মভঙ্গের অভিযোগ

Date:

Share post:

ফের থাইল্যান্ডের রাজনৈতিক মহলে উত্তেজনা। নীতি লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়তংতার্ন শিনাওয়াত্রাকে (Paetongtarn Shinawatra) পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করল সেদেশের সাংবিধানিক আদালত। মঙ্গলবার সাংবিধানিক আদালত জানিয়েছে, পায়তংতার্নের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠায় তদন্ত চলাকালীন তাঁকে একেবারে পদ ছাড়তে হবে।

জানা গেছে বিতর্কের সূত্রপাত হয়েছিল শিনাওয়াত্রার (Paetongtarn Shinawatra) সঙ্গে কম্বোডিয়ার কম্বোডিয়ার সেনেটের রাষ্ট্রপতি হুন সেনের  (Hun Sen) একটি ফোন কল ফাঁসের মাধ্যমে। যেখানে শিনাওয়াত্রা কথা বলার সময় হুন সেনকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেছেন ও সীমান্ত বিরোধ নিয়েও আলোচনা করেছেন। আর তারপর থেকেই থাইল্যান্ডের রাজনৈতিক টানাপোড়েন বাড়তে থাকে। প্রসঙ্গত, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে বেশ কিছুদিন ধরেই সীমান্ত বিরোধ নিয়ে সম্পর্কের অবনতি হচ্ছিল। সম্পর্ক একদম তলানিতে ঠেকে গত মাসে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কম্বোডিয়ার এক সেনা নিহত হলে। এরই মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও কম্বোডিয়ার সেনেটের রাষ্ট্রপতির এই ফোনালাপ আরও উত্তেজনার সৃষ্টি করেছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়েই আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করে।

২০২৩ সালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন পদত্যাগ করেছেন। বর্তমানে কম্বোডিয়ার সেনেটের রাষ্ট্রপতি তিনি। কিন্তু তারপরেও সে দেশে তাঁর প্রভাব এখনো যথেষ্ট। অন্যদিকে, পায়তংতার্ন শিনাওয়াত্রা থাকসিন শিনাওয়াত্রার কন্যা এবং পেউ থাই পার্টির নেত্রী। তিনি গত বছর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে দেশের প্রধানমন্ত্রী হন। তবে তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই থাইল্যান্ডের রাজনীতিতে বিতর্কিত। আরও পড়ুন : 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...